অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ভারতের কেরলের পুরসভার সাফাইকর্মী ১১ জন মহিলা আড়াইশো টাকার লটারির টিকিটে জিতলেন ১০ কোটির জ্যাকপট


দক্ষিণ ভারতের কেরলের পুরসভার সাফাইকর্মী ১১ জন মহিলা আড়াইশো টাকার লটারির টিকিটে জিতলেন ১০ কোটির জ্যাকপট

ভারতে ১১ জন মহিলার জীবন বদলে গেল রাতারাতি। একটা সময়ে তাঁদের পকেটে ২৫ টাকাও থাকত না। এবং তাঁরাই আজ কোটি টাকার মালিক। এই ১১ জন মহিলা একসঙ্গে ২৫০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কাটেন। আর তারপরেই মনসুন বাম্পারে ১০ কোটির জ্যাকপট জিতে নেন তাঁরা। প্রথমটা বিশ্বাস করতে না পারলেও, পরে দেখেন সত্যিই লটারিতে মেগা প্রাইজ জিতেছেন তাঁরা।

দক্ষিণ ভারতের কেরলে কেরল হরিথা কর্মা সেনা-র সদস্য ওই ১১ জন। তাঁরা সাধারণ মানুষের মধ্যে 'সবুজ সেনা' নামে পরিচিত। এই সংগঠন পুরসভার হয়ে কাজ করে। কেরলের পারাপ্পানানগাড়ি মিউনিসিপ্যালিটির হয়ে কাজ করেন হরিথা কর্মা সেনার মহিলারা। তাঁদের কাজ হল বাড়ি বাড়ি ঘুরে প্লাস্টিক জাতীয় নন-বায়োডিগ্রেডেবল বর্জ্য সংগ্রহ করে সেগুলো রিসাইক্লিং সেন্টারে পাঠানো। এলাকার পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও তাঁদের।

এই সংগঠনের প্রধান শিজা বলছেন, "এই মহিলারা খুবই অভাবী। সংসার চালাতেই তাঁরা স্বনির্ভর হয়ে কাজ করছেন। এই মহিলাদের কারও পরিবারে অসুস্থ লোকজন রয়েছেন, কারও মেয়ে বা বোনের বিয়ে বাকি, কেউ ঋণের টাকা শোধ করতে ঘটিবাটি বিক্রি করছেন। লটারির এই জেতা টাকা তাঁদের সংসারে সুখ আনবে।

"সংসারে টানাটানি। পকেটে পয়সা ছিল না। কোনওরকম টাকা জোগাড় করে লটারির টিকিট কেটেছিলাম আমরা। মেগা প্রাইজ জিতব তা কল্পনাতেও ছিল না," বলেছেন এই সংগঠনের এক সদস্যা রাধা। তিনি বলছেন, পালাক্কাড় এলাকা থেকে লটারির কেটেছিলেন তাঁরা। ১১ জন মিলে কিছু কিছু টাকা দিয়ে ২৫০ টাকা উঠেছিল। ওই টাকা দিয়েই লটারির টিকিট কাটেন তাঁরা। আর তারপরই ভাগ্য ফিরে যায় তাঁদের।

XS
SM
MD
LG