অ্যাকসেসিবিলিটি লিংক

ভিডিও মুছে ফেলার নির্দেশ দিলেন ট্রাম্প, গোপন নথি মামলায় দ্বিতীয় কর্মীর বিরুদ্ধে অভিযোগ


নর্থ ক্যারোলাইনার রিপালিকান পার্টির কননেশনে ভাষণ দিচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জুন ১০, ২০২৩।
নর্থ ক্যারোলাইনার রিপালিকান পার্টির কননেশনে ভাষণ দিচ্ছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জুন ১০, ২০২৩।

যুক্তরাষ্ট্রের আইনজীবীরা জানিয়েছেন, গোপন নথি রাখার অভিযোগে তদন্ত চলাকালে ডনাল্ড ট্রাম্প তার ফ্লোরিডা রিসোর্টের কর্মচারিদের নিরাপত্তা ভিডিও মুছে ফেলার নির্দেশ দিয়েছেনআইনজীবীরা ট্রাম্পের কর্মচারিদের দ্বিতীয় সদস্যের বিরুদ্ধে গোপন নথিপত্র লুকাতে সহায়তা করার অভিযোগও এনেছিলেন

যুক্তরাষ্ট্রের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে তিনটি নতুন ফৌজদারি অভিযোগ দায়ের করেছেন এবং এই নিয়ে মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে এবং ট্রাম্পকে গোপন নথিপত্র লুকানোতে সাহায্য করার জন্য মারা-লাগো অবকাশ নিবাসের রক্ষণাবেক্ষণ কর্মী কার্লোস ডি অলিভিয়েরার বিরুদ্ধে বিচার কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে

বিচার বিভাগ তাদের সমনজারি করার পরে ৫৬ বছর বয়সী ডি অলিভিয়েরা ঐ রিসোর্ট যেখানে ট্রাম্প বসবাস করেন সেখানকার আরেক কর্মীকে বলেন, “বস” ফ্লোরিডার এই রিসোর্টের নিরাপত্তা ভিডিও মুছে ফেলতে চান

আইনজীবীরা ডি অলিভিয়েরার বিরুদ্ধে স্বেচ্ছায় সাক্ষাত্কার দেয়ার সময় এফবিআইয়ের কাছে মিথ্যা বলার অভিযোগ এনেছেতিনি মিথ্যা দাবি করেছেন যে মারা-লাগোতে গোপন নথির বাক্স স্থানান্তরে তার কোনও সংশ্লিষ্টতা নেই

অভিযোগের প্রেক্ষিতে ডি অলিভিয়েরা এজেন্টদের বলেছিলেন,“কখনও কিছুই দেখিনি” ডি অলিভিয়েরার আইনজীবীর কাছে মন্তব্যে জন্য অনুরোধ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি

২০২০ সালের নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে তার পরাজয় উল্টে দেয়ার প্রচেষ্টা নিয়ে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তার আইনজীবীরা বৈঠক করেছেন বলে ট্রাম্প জানানোর কয়েক ঘণ্টা পর এই অভিযোগ প্রকাশ করা হয় এটি এমন একটি বিষয় যার ফলে শীঘ্রই আরেকটি ফোজদারি মামলা আসতে পারে।

এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা থেকে বলা হয়, “প্রেসিডেন্ট ট্রাম্প ও তার আশেপাশের লোকজনকে হয়রানি করার জন্য বাইডেন ক্রাইম ফ্যামিলি ও তাদের বিচার বিভাগের ক্রমাগত বেপরোয়া ও নির্মম প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়

XS
SM
MD
LG