অ্যাকসেসিবিলিটি লিংক

আগস্টে ক্যাম্প ডেভিডে, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের স্বাগত জানাবেন বাইডেন


জাপানের হিরোশিমায় জি-সেভেন শীর্ষ সম্মেলনের অবকাশে ত্রিপক্ষীয় বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। (২১ মে, ২০২৩)
জাপানের হিরোশিমায় জি-সেভেন শীর্ষ সম্মেলনের অবকাশে ত্রিপক্ষীয় বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। (২১ মে, ২০২৩)

শুক্রবার হোয়াইট হাউজ জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে ক্যাম্প ডেভিডে জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করবেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সঙ্গে ১৮ আগস্টের বৈঠক দুই দেশের মধ্যকার উষ্ণ সম্পর্কের সর্বসাম্প্রতিক লক্ষণ তারা কয়েক প্রজন্ম ধরে চলে আসা উত্তেজনা ও অবিশ্বাস দূর করতে এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্র এশিয়ায় তার প্রতিশ্রুতি আরও গভীর করছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে এক বিবৃতিতে বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও এর বাইরে ত্রিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করবেন দুই নেতা।“ আলোচনায় প্রত্যাশিত বিষয়গুলির মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার হুমকি এবং দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির অ্যাসোসিয়েশন এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের সাথে সম্পর্ক।

গত মে মাসে জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনে এই আমন্ত্রণ জানানো হয়। চীনের আগ্রাসী আঞ্চলিক পদক্ষেপের বিরুদ্ধে এই অঞ্চলকে শক্তিশালী করার পাশাপাশি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন করার জন্য তাদের সহযোগিতা সুরক্ষিত করতে চাওয়ার লক্ষ্যে বাইডেন প্রশাসন দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার আহ্বান জানিয়ে আসছে।

XS
SM
MD
LG