রুশ বাহিনী শুক্রবার ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর নিপ্রো এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ গ্রামে হামলা চালিয়েছে।ইউক্রেন দাবি করেছে, তারা পাল্টা আক্রমণের মাধ্যমে গ্রামটি পুনরুদ্ধার করেছিলো। অন্যদিকে, কিয়েভের বিরুদ্ধে মস্কো অভিযোগ করেছে যে ইউক্রেন দক্ষিণ রাশিয়ায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আর এতে ২০ জন আহত হয়েছে।
এদিকে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের রাষ্ট্র-দিবস উদযাপন করেছেন। এ সময় তিনি তার দেশের সার্বভৌমত্বের কথা জোরের সঙ্গে পুনর্ব্যক্ত করেন। আর এটা হলো রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের প্রতি তার কড়া প্রতিক্রিয়া। পুতিন তার ইউক্রেন আক্রমণে-কে যৌক্তিক ভিত্তি দেয়ার জন্য বলে থাকেন যে জাতি হিসাবে ইউক্রেনের কোনো অস্তিত্ব নেই।
অনুষ্ঠানের অংশ হিসেবে জেলেন্সকি সৈন্যদের সম্মানিত করেন এবং তরুণ নাগরিকদের হাতে প্রথম পাসপোর্ট তুলে দেন। এই ছুটির দিনটি, এই ভূখন্ডে খ্রীষ্ট ধর্মকে গ্রহণ করার দিনের সঙ্গে মিলে যায়। খ্রীষ্ট ধর্ম গ্রহণ করার পর, এই ভুখণ্ডে ইউক্রেন, রাশিয়া এবং বেলারুশ হিসেবে আত্মপ্রকাশ করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার (প্রায় ২৪ মাইল) পূবে তাগানরোগ শহরে একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। আর, ঘটনার কেন্দ্রবিন্দু ছিলো একটি শিল্প জাদুঘর।
ইউক্রেনের “সন্ত্রাসী হামলার” অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করে, রুশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, ধ্বংসাবশেষ শহরের ওপর পড়েছে।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি দানিলভ এই বিস্ফোরণের জন্য রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা-কে দায়ী করেছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা আজোভ শহরের কাছে ইউক্রেন-এর আরেকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে; যা রোস্তভ অঞ্চলের তাগানরোগ-এ অবস্থিত।
দিনের শুরুর দিকে, মস্কোর বাইরে ইউক্রেনের একটি ড্রোন ভূপতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। বলেছে, এটি ছিলো এ মাসে রাজধানী অঞ্চলে তৃতীয় ড্রোন হামলা বা হামলার প্রচেষ্টা। তবে, সর্বসাম্প্রতিক ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেয়নি; বা ড্রোনটি কোথায় পড়েছে, তার সঠিক অবস্থানও জানায়নি।