অ্যাকসেসিবিলিটি লিংক

মণিপুরে নির্যাতিতা দুই আদিবাসী নারী ন্যায়ের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করলেন


ভারতের সুপ্রিম কোর্ট। (ফাইল ছবি)

গত তিন মাস ধরে, জনজাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরের রাস্তায় নগ্ন করে আদিবাসী মহিলাদের ঘোরানো ও গণধর্ষণ করার ঘটনা সারা ভারতে আলোড়ন ফেলে দিয়েছে। এবার দুই নির্যাতিতা বিচারের আশায় পৌঁছেছেন দেশের সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে কেন্দ্র সরকার ও মণিপুর সরকারের বিরুদ্ধে মামলা করলেন তাঁরা। দুই নির্যাতিতার আবেদন, তদন্ত যেন নিরপেক্ষ হয়, সেটা সুনিশ্চিত করতে হবে আদালতকেই। সেইসঙ্গে নিজেদের পরিচিতি যাতে গোপন থাকে সেই আর্জিও সুপ্রিম কোর্টে জানিয়েছেন ওই দুই নির্যাতিতা।

গত ৪ মে মণিপুরের দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায় নানা মহলে। এমনকী সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্র সরকার।

মণিপুরের এই ঘটনা নিয়ে পৃথক মামলা চলছে সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতে এমন ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত। এবার সোমবার ৩১ জুলাই সুপ্রিম কোর্টে মামলা করলেন ওই দুই নির্যাতিতা। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসেই এই মামলার শুনানি হবে

উল্লেখ্য, মণিপুরের এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে শনিবার ২৯ জুলাই তদন্তভার হাতে তুলে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

ইতিমধ্যেই ভাইরাল ভিডিওর ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতদের সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

XS
SM
MD
LG