পাকিস্তানের কর্মকর্তারা মঙ্গলবার ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি রাজনৈতিক সমাবেশে রবিবারের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে।
আফগানিস্তান সীমান্তের কাছে বাজুর উপজাতীয় এলাকার খার শহরে জমিয়ত উলেমা ইসলাম (জেইউআই-এফ) নামে একটি ধর্মীয় রাজনৈতিক দলের কর্মী সম্মেলনের সময় এই বিস্ফোরণ ঘটে।
শোকাহতরা সোমবার নিহতদের জন্য শেষকৃত্যের আয়োজন শুরু করে।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সোমবার এক বার্তায় এই হামলার দায় স্বীকার করেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এই হামলার তীব্র নিন্দা করেন বলে সাংবাদিকদের জানান মুখপাত্র ফারহান হক।
তিনি বলেন, "মহাসচিব সন্ত্রাসবাদের সব ঘটনা ও বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত হামলার নিন্দা জানিয়েছেন এবং এই অভিশাপ মোকাবেলায় পাকিস্তানের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।"
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই বোমা হামলাকে “জঘন্য ও কাপুরুষোচিত” আখ্যায়িত করে নিহতদের পরিবার ও পাকিস্তান সরকারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া।