অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের হরিয়াণায় ক্রমশ জটিল হচ্ছে সাম্প্রদায়িক সংঘর্ষ, থামছে না হিংসা


ভারতের হরিয়াণায় ক্রমশ জটিল হচ্ছে সাম্প্রদায়িক সংঘর্ষ, থামছে না হিংসা
ভারতের হরিয়াণায় ক্রমশ জটিল হচ্ছে সাম্প্রদায়িক সংঘর্ষ, থামছে না হিংসা

সোমবার ৩১ জুলাই থেকে শুরু হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষ ক্রমশ জটিল হয়ে উঠছে হরিয়ানায়। নুহ-র পর এবার আগুন জ্বলল গুরুগ্রামের এক রেস্তোরাঁয়। একদল উত্তেজিত জনতা সেই রেস্তোরাঁ ভাঙচুর করে আগুন লাগিয়ে দিল। এছাড়াও হামলা চালানো হয় পরপর বেশ কয়েকটি দোকানে। জানা গেছে, মঙ্গলবার ১ অগাস্ট জনতা সংখ্যালঘু সম্প্রদায়ের দোকান ভাঙচুর করে এবং এলাকার এক মসজিদের সামনে গিয়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়। ইতিমধ্যে এই হিংসার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, মঙ্গলবার প্রায় ৫০-৬০ জনের একটি দল লাঠি, পাথর নিয়ে সেখানে আসে।

তারপর একের পর এক গাড়িতে, দোকানে ভাঙচুর চালানো হয়। দুষ্কৃতীদের তাণ্ডবে আক্রান্ত হয়েছেন রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু সাধারণ মানুষও। ঘটনার পরেই স্থানীয় প্রশাসন কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে। তবে আতঙ্ক কমছে না। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

সরকারি সূত্র অনুযায়ী সোমবার থেকে শুরু হওয়া এই সাম্প্রদায়িক সংঘর্ষে এখনও পর্যন্ত একজন ইমাম এবং দুই হোমগার্ড-সহ মোট পাঁচজন নিহত হয়েছেন। নিহত দুই হোমগার্ডের নাম নীরজ ও গুরুসেবক। এছাড়া অন্যান্য দুই মৃতের মধ্যে রয়েছেন নুহ শহরের দোকানদার শক্তি এবং পানিপথের বাসিন্দা অভিষেক। সূত্রের খবর, তাঁরা বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে অংশ নিয়েছিলেন। আর নিহত ইমামের নাম মহম্মদ শাদ। তিনি গুরুগ্রাম সেক্টর ৫৭ এলাকার একটি মসজিদের ইমাম।
XS
SM
MD
LG