অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতি দমন কমিশনের মামলায় তারেকের ৯ বছর, জুবাইদার ৩ বছরের কারাদণ্ড


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০০৭ সালে দায়ের করা একটি মামলায় বুধবার (২ অগাস্ট) ঢাকার একটি আদালত বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন।

আদালত একই সঙ্গে তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এ ছাড়া তারেক রহমানকে ৩ কোটি টাকা ও জুবাইদা রহমানকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

শুনানিতে দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

৫৬ সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২৪ জুলাই আদালত সাক্ষ্য গ্রহণ শেষ করে।

এ বছরের ১৩ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তাদের বিরুদ্ধে বিচার শুরু করে আদালত।

এর আগে ২০২২ সালের ১ নভেম্বর মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারিক আদালত।

গত ২৬ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বিচারিক আদালতকে মামলাটি যত দ্রুত সম্ভব নিষ্পত্তির নির্দেশ দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা চ্যালেঞ্জ করে রিট আবেদনও খারিজ করেন হাইকোর্ট।

তাঁরা দুজনই পলাতক থাকায় আদালত রিট আবেদনগুলো গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তা খারিজ করে দেন। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করেন আদালত।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও জুবাইদা রহমান এবং জুবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় অভিযোগ দায়ের করে দুদক।

একই বছর জুবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে মামলার বিচার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট।

পরবর্তীতে হাইকোর্ট ২০১৭ সালে জুবাইদা রহমানকে ৮ সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণ করতে বলে।

XS
SM
MD
LG