বুধবার ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ড্রোন হামলা দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলে বন্দর স্থাপনাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। রাশিয়া-চালিত ড্রোনগুলো ইউক্রেনের রাজধানীকেও লক্ষ্যবস্তু করে।
ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়ার হামলায় একটি শস্য লিফট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শিল্প ও বন্দর স্থাপনায় আগুন লেগেছে।
ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন, রাশিয়ার হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে তবে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি ।
গত মাসে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ থেকে নিজেদেরকে প্রত্যাহার করার পর থেকে রাশিয়া বারবার ওডেসায় ইউক্রেনের শস্য অবকাঠামোতে আক্রমণ করেছে।
কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির অনুমতি দেয় এমন চুক্তি থেকে বের হওয়ার আগে রাশিয়া অভিযোগ করেছিল যে এটির সাথে তার নিজস্ব শস্য এবং সারের রপ্তানি সহজ করার জন্য যে সমান্তরাল চুক্তি করা হয়েছিল তা পূরণ করা হচ্ছে না।
ওডেসার সুযোগ-সুবিধা ছাড়াও রাশিয়া ইউক্রেনের নদী বন্দরগুলোতেও আক্রমণ চালিয়েছে। এই বন্দরগুলো ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটভের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ইউক্রেনের রপ্তানির বিকল্প রুট হিসেবে আরও বেশি প্রাধান্য পাচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, গত রাতে কিয়েভে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ইরানের তৈরি শাহেদ ড্রোনকে গুলি করে ধ্বংস করেছে। এগুলো রাতভর কিয়েভে আক্রমণ করেছিল। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, বিভিন্ন দিক থেকে শহরের দিকে আসা ১০টির বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, বিধ্বস্ত ড্রোন থেকে ধ্বংসাবশেষ পড়ার কারণে শহরের অন্তত তিনটি জেলায় ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।