অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের খাদ্য নিরাপত্তাহীনতা বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করবেন ব্লিংকেন


পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে গ্লোবাল হেলথ সিকিউরিটি অ্যান্ড ডিপ্লোম্যাসি ব্যুরো চালুর ঘোষণা দেন। ( ১ আগষ্ট, ২০২৩)
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে গ্লোবাল হেলথ সিকিউরিটি অ্যান্ড ডিপ্লোম্যাসি ব্যুরো চালুর ঘোষণা দেন। ( ১ আগষ্ট, ২০২৩)

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বৈঠকে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা এবং সেই সব সংঘাত যা পরিস্থিতি আরও খারাপ করে তুলবে তা নিয়ে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড মঙ্গলবার এ মাসে ওয়াশিংটনের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব শুরু করার আগে এক সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের বলেন, "আমরা নিশ্চিতভাবে জানি: যেখানে সংঘাত রয়েছে, সেখানে রয়েছে ক্ষুধা”।

তিনি বলেন, ব্লিংকেন বৃহস্পতিবার 'ঘোষণা দেবেন” এবং তিনি দেশগুলোকে এ বিষয়ে ওয়াশিংটনের একটি খসড়া বিবৃতিতে স্বাক্ষর করার আহ্বান জানান।

টমাস-গ্রিনফিল্ড, যিনি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূতের দায়িত্ব পালন করছেন, বলেছেন যে তিনি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতাকে নিরাপত্তা পরিষদের আলোচ্যসূচীর শীর্ষে নিয়ে যাওয়ার জন্য পুনরায় নিরাপত্তা পরিষদের সভাপতিত্বকে ব্যবহার করবেন। তিনি এর আগে দু'বার যুক্তরাষ্ট্রের পক্ষে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের নেতৃত্ব দিয়েছেন এবং দুইবারই এই ইস্যুতে মনোনিবেশ করেছেন।

গত মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকাশিত বার্ষিক খাদ্য নিরাপত্তা প্রতিবেদনে দেখা গেছে, বিশ্ব এখনও কোভিড-১৯ মহামারী থেকে অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করছে এবং খাদ্য ও জ্বালানি বাজারে ইউক্রেনের যুদ্ধের পরিণতি মোকাবেলা করছে।

গত ১৭ জুলাই কৃষ্ণ সাগর শস্য উদ্যোগ থেকে রাশিয়া সরে আসার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়ার এই সিদ্ধান্ত “সর্বত্র অভাবী মানুষের ওপর আঘাত হানবে।”

জাতিসংঘ এখন পর্যন্ত মস্কোর সিদ্ধান্ত পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে।

XS
SM
MD
LG