অ্যাকসেসিবিলিটি লিংক

বিদেশি কূটনীতিকদের কাছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছে বিএনপি


ঢাকার গুলশানে লেকশোর হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ২ অগাস্ট, ২০২৩।

বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে ২৯ জুলাই রাজধানী ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলা ও গুলিবর্ষণসহ আরও কিছু বিষয়ে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে সরকার বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (২ অগাস্ট) বিকেলে ঢাকার গুলশানে লেকশোর হোটেলে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা কূটনীতিকদের এসব বিষয়ে অবহিত করেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জার্মানি, চীন ও রাশিয়াসহ প্রায় ২৫টি দেশের কূটনীতিকেরা প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে অংশ নেন।

বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, তাঁরা বর্তমান রাজনৈতিক ঘটনা, বিশেষ করে গত ২৯ জুলাই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডারদের যৌথ হামলার বিষয়ে বিদেশি রাষ্ট্রদূতদের অবহিত করেছেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমরা আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার কথাও বলেছি। যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং বাংলাদেশে গণতন্ত্র, গণতান্ত্রিক শৃঙ্খলা ও মানবাধিকার দেখতে চায়, তাদের এসব বিষয় জানা দরকার। আমরা বুধবার ব্রিফিংয়ে কূটনীতিকদের এসব বিষয় জানিয়েছি”।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশি রাষ্ট্রদূতেরা জানতে চেয়েছেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে বিচার বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের যেভাবে ব্যবহার করা হয়েছিল, সরকার সেভাবেই ব্যবহার শুরু করেছে, তা আমরা বলেছি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত ২৮ ও ২৯ জুলাই রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সন্ত্রাসী হামলা, গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা সম্পর্কে তারা বিদেশি কূটনীতিকদের বিস্তারিতভাবে অবহিত করেন। তারা বিদেশি কূটনীতিকদের বলেছেন, যারা হামলা ও নিপীড়নের শিকার হয়েছেন তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এমনকি হজ পালনের জন্য বিদেশে বা সৌদি আরবে অবস্থানরত অনেকের বিরুদ্ধেও মামলা হয়েছে। তাদের (সরকারের) উদ্দেশ্য পরিষ্কার। তাদের লক্ষ্য হচ্ছে নির্বাচনে ভোটচুরির কৌশলের অংশ হিসেবে জনগণকে ভয়-ভীতি দেখিয়ে ক্ষমতা দখল করা।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ-বিদেশে এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।

XS
SM
MD
LG