ভারতের শেয়ার বাজারে একটানা দুরন্ত গতিতে উপর দিকে ছুটছিল শেয়ার দর। আচমকাই শেয়ার বাজার ইউ টার্ন নিল বুধবার ২ অগাস্ট। এদিন সকালে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্যাপক ধস নামে।
সংবাদ সূত্রে জানা গেছে বেলা বারোটা পর্যন্ত আগের দিনের চেয়ে প্রায় ১০০০ সূচক পড়েছে সেনসেক্স, যার ফলে ৬৬ হাজারের ঘর থেকে এক ধাক্কায় তা নেমে যায় ৬৫ হাজারের ঘরে। সেনসেক্সের পাশাপাশি নিফটি-ও ব্যাপক পতনের মুখে পড়ে। ১৯৯.৪৫ সূচক খুইয়ে ১৯ হাজার ৫৩৪ সূচকে দাঁড়িয়েছে।
মঙ্গলবার দিনভর উত্থান-পতনের পরে বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৬৬ হাজার ৪৫৯ দশমিক ৩১ সূচকে। আর নিফটির পয়েন্ট ছিল ১৯,৭৩৩.৫৫। কিন্তু বুধবার সকালে বাজার খুলতে না খুলতেই হুড়মুড়িয়ে নামতে থাকে সেনসেক্স ও নিফটি। এক সময়ে ৭০০ পয়েন্ট খোয়ায় সেনসেক্স। শেয়ার বাজারের এই আচমকা ধসে রীতিমতো দিশাহারা বিনিয়োগকারীরা। তারা লোকসান এড়াতে বিভিন্ন সংস্থার শেয়ার বিক্রি করতে শুরু করে দেন।
এর ফলে বুধবার ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, এফএমসিজি, অটোমোবাইল, তথ্য-প্রযুক্তি, ওষুধ এবং আবাসন নির্মাণ ক্ষেত্রে বিভিন্ন সংস্থার শেয়ার দর রেড জোনে পৌঁছে গিয়েছে।