যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওয়াশিংটনের একটি ফেডারেল কোর্ট হাউসে ২০২০ সালের নির্বাচনে তার পরাজয় উলটে দেয়ার চেষ্টার অভিযোগের মুখোমুখি হবেন বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবারের কার্যক্রমকে সামনে রেখে আদালতের আশাপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ট্রাম্প তার আঙ্গুলের ছাপ নেয়াসহ প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে যাবেন এবং নিজেকে নির্দোষ দাবি করবেন বলে অনুমান করা হচ্ছে।
এক গ্র্যান্ড জুরি ট্রাম্পকে চারটি অপরাধে অভিযুক্ত করেছে। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার ষড়যন্ত্র, আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেয়া এবং ভোটারদের সুষ্ঠু নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করা।
অভিযোগে প্রসিকিউটররা বলেছেন, ট্রাম্প বারবার নির্বাচনী জালিয়াতির দাবি করেছেন। তিনি জানতেন এ দাবি সত্য নয়। তিনি নিজেকে ক্ষমতায় রাখার জন্য রাষ্ট্রীয় নির্বাচন কর্মকর্তা এবং তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে চাপ দিয়েছিলেন।
ট্রাম্প সমর্থকদের একটি অংশ ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলা চালায়। সেখানে কংগ্রেসের সদস্যরা নির্বাচনের ফলাফল প্রত্যয়ন করার জন্য মিলিত হয়েছিল।
ট্রাম্প কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছেন। কার্যালয় ছাড়ার পর থেকে তিনি বারবার জোর দিয়ে বলেছেন, ২০২০ সালের নির্বাচন জালিয়াতিপূর্ন ছিল এবং তার বিরুদ্ধে তদন্ত রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের জন্য একজন প্রধান প্রার্থী।
ট্রাম্প ইতোমধ্যে আরও দুটি ফৌজদারি মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
এই প্রতিবেদনের কিছু তথ্য এপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।