অ্যাকসেসিবিলিটি লিংক

শুক্রবার ঢাকায় সমাবেশ করার অনুমতি পায়নি জামায়াত


বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুক্রবারের সমাবেশের আবেদন নাকচ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিল দলটি।

বৃহস্পতিবার (৩ অগাস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

এর আগে মঙ্গলবার (১ অগাস্ট) সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দেয় দলটি। আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলটির কয়েকজন নেতা এই চিঠি জমা দেন।

চিঠি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুর রাজ্জাক বলেন, কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায় আমরা ১ অগাস্ট আমাদের নির্ধারিত সমাবেশ করতে পারিনি। তাই আমরা শুক্রবার দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিই।

XS
SM
MD
LG