মোদী পদবীধারীদের মানহানি মামলায় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর পক্ষে রায় দিল ভারতের সুপ্রিম কোর্টে। গুজরাতের সুরত আদালত তাকে ২ বছর কারাদণ্ডের যে নির্দেশ দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্ট এদিন স্থগিতাদেশ জারি করতে গিয়ে জানিয়েছে, সুরাতের নিম্ন আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দিয়েছিল। কিন্তু কেন সর্বোচ্চ শাস্তি দিয়েছিল সেই কারণ ব্যাখ্যা করেনি। তাই নিম্ন আদালতের ওই রায়ের উপর স্থগিতাদেশ দেওয়া হল।
২০১৯ সালে কর্নাটকে ভোটের প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, "দেখা যাচ্ছে যাঁরাই দুর্নীতি করছেন তাঁদেরই পদবি মোদী। আইপিএলে লুঠ করেছিলেন ললিত মোদী। নীরব মোদী টাকা লুঠ করে পালিয়ে গিয়েছেন। আর যিনি তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনিও একজন মোদী। দু’জনেই একই রাজ্যের।" তা নিয়েই তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছিল সুরাতের একটি আদালতে।
সেই মানহানির মামলায় রাহুলের বিরুদ্ধে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত।
নিম্ন আদালতের ওই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলেন রাহুল। কিন্তু সেখানেও স্বস্তি পাননি। অবশেষে দেশের শীর্ষ আদালত দিল স্থগিতাদেশ। রাজনৈতিক মহলের মতে, সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ঠিক মুখে স্বস্তি পেলেন ইন্ডিয়া জোটের অন্যতম মুখ রাহুল গান্ধী। এবার তিনি ফিরতে পারবেন সংসদে।