বাংলাদেশের খেলাধুলা ও সংস্কৃতির উন্নয়নে, সরকারি প্রচেষ্টার পাশাপাশি, বেসরকারি খাতের পৃষ্ঠপোষকতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহবান জানান তিনি
শেখ হাসিনা বলেন, “আমি বিশ্বাস করি সংস্কৃতি চর্চা ও খেলাধুলার উন্নয়নে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি খাতের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আর, পৃষ্ঠপোষকতা ছাড়া সংস্কৃতি ও খেলাধুলা সমৃদ্ধ করা সম্ভব নয়।”
তিনি বলেন, “দেশের ছেলে-মেয়েদের খেলাধুলায় আরো আগ্রহী করতে, প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। দেশের ফুটবল খেলার উৎকর্ষ সাধনে শেখ কামাল বিশেষভাবে অবদান রেখেছেন। তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।”
শেখ হাসিনা বলেন, “স্থানীয় খেলোয়াড়রা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের জন্য গৌরব ও সুনাম বয়ে আনছে।” দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে বেসরকারি খাত পাশে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বেসরকারি খাতকে স্থানীয় প্রতিভার সন্ধান করতে এবং তাদের পৃষ্ঠপোষকতা করতে বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আপনারা দেখবেন এরাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের গৌরব ও সুনাম বৃদ্ধি করবে।”