অ্যাকসেসিবিলিটি লিংক

বিচারাধীন মামলার কারণে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে: প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিকী


বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, “দীর্ঘসময় ধরে মামলা বিচারাধীন থাকায় , ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিচারপ্রার্থীরা। এতে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।” তিনি দুই দশক এবং তার বেশি সময়ের আগের বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।

শনিবার (৫ আগস্ট) সকালে যশোরের বিচার বিভাগীয় কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন এবং জট নিরসনে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দেন।

সকাল সাড়ে ৮টায় প্রধান বিচারপতি যশোর জেলা ও দায়রা জজ আদালতে পৌঁছান। এরপর তিনি যশোর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে তিনি আদালত প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন। সাড়ে ১০টায় তিনি আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

XS
SM
MD
LG