অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে ২৫০ পরিবার


চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান নগরীর আকবরশাহ এলাকার বিজয়নগর ও ঝিল পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান নগরীর আকবরশাহ এলাকার বিজয়নগর ও ঝিল পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশের চট্টগ্রামে ২ দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে পাহাড়গুলোতে বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসকের উদ্যোগে পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৫ আগস্ট) জেলা প্রশাসন ২৫০টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান শনিবার (৫ আগস্ট) রাতে নগরীর আকবরশাহ এলাকার বিজয়নগর ও ঝিল পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ২৫০টি পরিবারকে দু’টি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

গত ২ দিন ধরে চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। মানুষের জানমাল রক্ষার্থে জেলা প্রশাসন চট্টগ্রাম মহানগরকে ৬টি সার্কেলে ভাগ করে, পাহাড় রক্ষায় ও মানুষের জানমাল রক্ষায় কাজ করছে। প্রতিদিন মাইকের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে জনগণকে নির্দেশনা দেয়া হচ্ছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, “পাহাড় ধ্বসে যাতে মানুষের আর প্রাণ না দিতে হয়, সে লক্ষ্যে কাজ চলছে। ঝুকিপূর্ণ পাহাড় থেকে ২৫০ পরিবারকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।”

জেলা প্রশাসক জানান সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী গত কয়েকদিন আগে বেলতলী ঘোনায় পাহাড়ের পাদদেশে বসবাস করা মানুষদের সরিয়ে দেয়া হয়েছে। আর, পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা ও নিয়মিত মামলা করা হয়েছে।”

বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

XS
SM
MD
LG