অ্যাকসেসিবিলিটি লিংক

সিসিটিভি ক্যামেরা থাকছে না বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে


বাংলাদেশ নির্বাচন কমিশন লোগো ।

বাংলাদেশের নির্বাচন কমিশনার মো. আলমগীর ও রাশেদা সুলতানা ইঙ্গিত দিয়েছেন যে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসিয়ে পর্যবেক্ষণ করার কোনো পরিকল্পনা নেই কমিশনের। রবিবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে, তারা এমন ইঙ্গিত দেন।

কমিশনার আলমগীর বলেন, “বিষয়টি নিয়ে আমাদের মধ্যে খুব বেশি আলোচনা হয়নি। কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি… কারণ আপনারা জানেন যে ৩০০টি আসনে প্রায় ৪ লাখ কেন্দ্র রয়েছে। সেগুলোর মধ্যে বেশকিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকতে পারে। এতগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা কঠিন।”

তিনি আরো বলেন, “সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা বিশেষ ব্যবস্থা করবো। আমি বলতে চাইছি, আমরা সেই কেন্দ্রগুলোতে বাড়তি আইন প্রয়োগকারী সদস্য নিয়োগ করতে যাচ্ছি।”

সব দল নির্বাচনে অংশ নিলে স্বাভাবিকভাবেই ভারসাম্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, “তারা (দলগুলো), শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে বড় ভূমিকা পালন করেন। কারণ, তারা জানেন নির্বাচনে পরিস্থিতির অবনতি হলে বা পরিস্থিতি খারাপ হলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন।”

অন্যদিকে, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানান, “আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সিসিটিভি ক্যামেরা ব্যবহার করবে না। তিনি বলেন, “নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের কোনো আইনি বাধ্যবাধকতা নেই, তাই কমিশন ক্যামেরা ব্যবহার করতে বাধ্য নয়।”

XS
SM
MD
LG