অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন হিরো আলম


বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। (ফাইল ছবি)
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। সোমবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন।

হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ মনসুর রিপন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মামলা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) আদেশ দিয়েছেন আদালত।”

মামলায় হিরো আলম অভিযোগ করেছেন; তাকে নিয়ে বিএনপির নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন। এসময় তিনি হিরো আলমের সম্পর্কে মন্তব্য করেন। এই বক্তব্য পরে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

XS
SM
MD
LG