অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত।

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে,পাহাড় ধসে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন ।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার উখিয়ার বালুখালী ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “পাহাড় ধসের খবর পেয়ে ক্যাম্পে নিয়োজিত পুলিশ সদস্যরা নিহতদের উদ্ধার করছে। তাদের পরিচয় এখনো মেলেনি। তারা সম্পর্কে মা-মেয়ে ক্যাম্পবাসীরা জানিয়েচেন। তিনি আরো বলেন, “টানা বর্ষণের কারণে এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।”

XS
SM
MD
LG