বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় করা মামলার অন্যতম অভিযুক্ত ক্লাসে অংশ নেয়ায় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। সোমবার (৭ আগস্ট) বিকাল ৫টা ২০ মিনিটে বুয়েট শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত রাশেদুল ইসলাম বিটু, আবরার ফাহাদ হত্যাকাণ্ডে অভিযুক্ত হওয়ায় তাকে বুয়েট থেকে বহিষ্কার করা হয়েছিলো। এর আগে ২০২১ সালের ২২ মে, বিটু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের সঙ্গে অনলাইন ক্লাসে অংশ নেন।
শিক্ষার্থীরা প্রতিবাদ করায় রবিবার (৬ আগস্ট) পর্যন্ত তিনি আর ক্লাসে আসেননি। রবিবার তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের সঙ্গে আরেকটি ক্লাসে যোগ দিলে, সাধারণ শিক্ষার্থীরা আবার এর প্রতিবাদ জানায়।
তার নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “এটা নিশ্চিত যে বিটু আবরার ফাহাদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত। তাকে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়। এবার দ্বিতীয়বারের মতো সে ক্লাসে যোগ দেয়ার চেষ্টা করেছেন। আমাদের ভাইয়ের খুনিদের সঙ্গে ক্লাসে যাওয়া আমাদের জন্য লজ্জার।” শিক্ষার্থীরা আরো বলেন, “বিটু র্যাগিংয়ের জন্য কুখ্যাত।”