অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের আবাসিক এলাকায় রুশ হামলা, অন্তত ৭ জন নিহত, আহত কয়েক ডজন


ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্কে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট ভবন, স্থানীয় বাসিন্দা ৭৫ বছর বয়সী লিডিয়া তার বিধ্বস্ত ফ্ল্যাটে বসে আছেন; ৮ আগস্ট ২০২৩।
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্কে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত অ্যাপার্টমেন্ট ভবন, স্থানীয় বাসিন্দা ৭৫ বছর বয়সী লিডিয়া তার বিধ্বস্ত ফ্ল্যাটে বসে আছেন; ৮ আগস্ট ২০২৩।

  • সোমবার সন্ধ্যায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

  • ইউক্রেনের গোয়েন্দা বিভাগ সোমবার জানিয়েছে, তারা একজন রুশ গুপ্তচরকে আটক করেছে।তার উদ্দেশ্য ছিলো গত জুলাই মাসে মাইকোলাইভ অঞ্চল সফরের সময় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি-কে হত্যা করা।

. ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্রো কুলেবা সোমবার তার সমপক্ষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফোনালাপে এটিএসিএমএস দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকরোভস্কে সোমবার পরপর দুটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত বেশ কয়েকটি ভবনের ধ্বংসস্তূপে খোঁড়াখুঁড়ি করছেন উদ্ধারকর্মীরা। এই হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন।

পোকরোভস্ক দোনেৎস্কের অঞ্চলে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে এখানে বেশ কয়েকটি তীব্র লড়াই হয়। দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেছেন, প্রায় ৪০ মিনিটের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর ফলে, আবাসিক ভবন, রেস্তোঁরা, দোকান ও প্রশাসনিক ভবন এবং বিদেশি সাংবাদিকদের জনপ্রিয় একটি হোটেল ধ্বংস হয়ে যায়।

নিহতদের মধ্যে দোনেৎস্কের আঞ্চলিক সরকারের একজন জরুরি কর্মকর্তা রয়েছেন। এই জোড়া হামলায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।

এদিকে, কুপিয়ানস্ক এলাকার ক্রুহলিয়াকিভকা গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান আন্দ্রেই ইয়ারমাক।

এই প্রতিবেদনের কিছু তথ্য ভয়েস অফ আমেরিকার জাতিসংঘ প্রতিনিধি মার্গারেট বেশির, এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG