অ্যাকসেসিবিলিটি লিংক

বিতর্কিত প্রবাল প্রাচীর থেকে ফিলিপাইনের বিধ্বস্ত যুদ্ধজাহাজ সরানোর দাবি চীনের


ফিলিপাইনের উপকূল রক্ষী বাহিনীর একটি জাহাজ থেমে থাকা নৌবাহিনীর জাহাজ বিআরপি সিয়েরা মাদ্রের কাছে টহল দিচ্ছে; (ফাইল ফটো), ২৩ এপ্রিল ২০২৩
ফিলিপাইনের উপকূল রক্ষী বাহিনীর একটি জাহাজ থেমে থাকা নৌবাহিনীর জাহাজ বিআরপি সিয়েরা মাদ্রের কাছে টহল দিচ্ছে; (ফাইল ফটো), ২৩ এপ্রিল ২০২৩

দক্ষিণ চীন সাগরের একটি বিতর্কিত প্রবাল প্রাচীর থেকে নৌবাহিনীর একটি বিধ্বস্ত জাহাজ সরিয়ে নেয়ার জন্য ফিলিপাইনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। এই জাহাজ দখল করা ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে উল্লেখ করে চীন।

তিন দিন আগে, চীনের উপকুল রক্ষীর একটি জাহাজ ফিলিপাইন নৌ-বাহিনীর কয়েকটি জাহাজ লক্ষ্য করে একটি শক্তিশালী জলকামান নিক্ষেপ করে। ফিলিপাইনের জাহাজগুলো একটি ডুবো দ্বীপপূঞ্জের (সেকন্ড টমাস শোয়াল) দিকে রসদ নিয়ে যাচ্ছিলো। এর পর মঙ্গলবার বেইজিংয়ের কাছ থেকে এই দাবি এসেছে।

ম্যানিলা জানিয়েছে, প্রবাল প্রাচীর প্রহরায় নিয়োজিত, দীর্ঘ দিন ধরে নিমজ্জিত নৌবাহিনীর জাহাজে থাকা ফিলিপাইনের সৈন্যদের জন্য রসদ নিয়ে যাচ্ছিলো দুটি নৌকা। চীনা উপকূলরক্ষী বাহিনীর এই পদক্ষেপের কারণে, এর মধ্যে একটি নৌকা রসদ খালাস করতে পারেনি।

চীনের পররাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে, ডুবো প্রবাল প্রাচীর থেকে বিধ্বস্ত জাহাজকে সরিয়ে, আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ফিলিপাইনের প্রতি আহবান জানিয়েছে।

তবে ফিলিপাইনের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জোনাথন মালায়া সোমবার সংবাদদাতাদের বলেন, ফিলিপাইন "আইয়ুঙ্গিন ডুবো প্রাচীরের ঘাঁটি কখনো ত্যাগ করবে না"। সেকন্ড টমাস শোয়াল দ্বীপপূঞ্জকে তারা এই নামে ডাকে।

এটি হলো, দক্ষিণ চীন সাগরে চীন, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইওয়ান ও ব্রুনাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান আঞ্চলিক সংঘাতের সর্বসাম্প্রতিক ঘটনা।

দ্য হেইগ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন ২০১৬ সালে এ অঞ্চলে চীনের মালিকানা দাবির বিপক্ষে রায় দেয়। সেই আন্তর্জাতিক রায় সত্ত্বেও, চীন কার্যত পুরো কৌশলগত জলপথের মালিকানা দাবি করে আসছে।

গত বছর ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ক্ষমতা গ্রহণের পর থেকে দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এর পর থেকে, পূর্বসুরি রডরিগো দুতার্তে-এর নেয়া চীনমুখি নীতি বদল করে তিনি ম্যানিলাকে দীর্ঘ দিনের মিত্র যুক্তরাষ্ট্রের দিকে নিয়ে যান।

এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG