অ্যাকসেসিবিলিটি লিংক

কূটনৈতিক প্রতিনিধিদলের প্রচেষ্টা প্রত্যাখ্যান করল নিজারের জান্তা সরকার


নিজারের ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অফ দ্য হোমল্যান্ডের (সিএনএসপি) এক সমর্থক নিয়ামিতে জেনারেল আবদুরাহামানে তিয়ানির ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড বহন করছেন। ৬ অগাস্ট ২০২৩। ফাইল ছবি
নিজারের ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অফ দ্য হোমল্যান্ডের (সিএনএসপি) এক সমর্থক নিয়ামিতে জেনারেল আবদুরাহামানে তিয়ানির ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড বহন করছেন। ৬ অগাস্ট ২০২৩। ফাইল ছবি

পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘের একটি যৌথ প্রতিনিধিদলের সর্বসাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার (৮ অগাস্ট) নিজারের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জান্তা নেতারা নিজারে যৌথ প্রতিনিধিদলের কূটনৈতিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করে বলেন, “হুমকিপূর্ণ আগ্রাসনের পরিবেশ” নিজারের সাংবিধানিক সংকট অবসানের বিষয়ে আলোচনা করা অসম্ভব করে তুলেছে। প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা সেখানে নিয়ন্ত্রণ নিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তাঁর পরিবারকে আটক করে রেখেছে।

ইকোওয়াস নামে পরিচিত পশ্চিম আফ্রিকার আঞ্চলিক ব্লক, বাজুমকে পুনর্বহাল না করা হলে নিজারে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে। যদিও অভ্যুত্থানের নেতাদের এটি মেনে চলার রবিবারের সময়সীমা কোনো পদক্ষেপ ছাড়াই পেরিয়ে গেছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, নিজারের অভ্যুত্থান প্রতিহত করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের এখনো “বাস্তবসম্মত” আশা আছে।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সংবাদদাতাদের বলেন, “আমাদের এখনো আশা আছে, কিন্তু একই সঙ্গে আমরা খুবই বাস্তববাদী। আমরা আশা করি যে, পরিস্থিতি পাল্টাবে, কিন্তু একই সঙ্গে আমরা জান্তা

নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় তাদের পরিস্কার বার্তা দিয়েছি যে, সাংবিধানিক শৃঙ্খলায় ফিরে আসতে ব্যর্থ হওয়ার পরিণতি কী হবে”।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ( যা আগে টুইটার নামে পরিচিত ছিল) লিখেছেন, “বর্তমান সাংবিধানিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে করতে” বাজুমের সঙ্গে কথা বলেছেন তিনি।

তাছাড়া তিনি তাঁর অফিসিয়াল পাতায় লিখেছেন, “যুক্তরাষ্ট্র তাঁর ও তাঁর পরিবারের অবিলম্বে মুক্তির জন্য আবারও আহ্বান জানাচ্ছে”।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে যারা অভ্যুত্থানের সঙ্গে জড়িত তাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন।

পশ্চিম আফ্রিকার ১৫টি দেশের সমন্বয়ে গঠিত ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) এবং নিজারের পশ্চিমা মিত্ররা অভ্যুত্থানের পর দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মঙ্গলবার রাতে ইকোওয়াস এক বিবৃতিতে বলেছে, নিজারে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া হয়েছে।


XS
SM
MD
LG