অ্যাকসেসিবিলিটি লিংক

আই-এস নেতার মৃত্যু দীর্ঘমেয়াদী হুমকি হ্রাস করবে বলে মনে করা হচ্ছে না


ইরাকি স্পেশাল ফোর্সের সদস্যরা ইরাকের আনবার মরুভূমিতে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে “সলিড উইল” সামরিক অভিযানের সময় একটি হেলিকপ্টারে চড়ছে। ২৩ এপ্রিল, ২০২২।

সন্ত্রাসী গোষ্ঠী আইএস তাদের যোদ্ধা, জ্যেষ্ঠ নেতাদের এবং অন্য একজন সম্ভাব্য খলিফাকে হারানোর মতো ধারাবাহিক বিপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা ইরাক এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের অবসান ঘটেছে এমন ঘোষণা দেয়ার বিষয়ে সতর্ক আছেন।

আইএস, আইএসআইএস বা দায়েশ নামে পরিচিত ইসলামিক স্টেট গোষ্ঠী বৃহস্পতিবার আবু আল-হুসান আল-হুসেইনি আল-কুরাশির মৃত্যুর ঘোষণা দেয়ার এক সপ্তাহের কম সময় পরে এই মূল্যায়ন আসে। তিনি গত নভেম্বর থেকে সন্ত্রাসী সংগঠনটির নেতৃত্ব দিচ্ছিলেন।

তবে আবু আল-হুসেন কীভাবে নিহত হয়েছেন তা নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে।

তুরস্ক প্রাথমিকভাবে বলেছিল, তারা এপ্রিলের শেষের দিকে একটি অভিযানের সময় তাকে হত্যা করেছে, তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবিটি কখনই নিশ্চিত করেননি।

আইএস এই ঘোষণাটি দিতে দেরি করেছে বলে মনে করা হয়। তবে গ্রুপটি আল-কায়েদা-সংযুক্ত হায়াত তাহরির আল-শাম বা এইচটিএসকে দায়ী করেছে। দলটি তাৎক্ষণিকভাবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও উত্তর-পূর্ব সিরিয়ার আল-হোলের মতো বাস্তুচ্যুত ব্যক্তিদের বড় শিবির সম্পর্কে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানে এখনো প্রায় ৪৯ হাজার মানুষ রয়েছে, যাদের অর্ধেক শিশু।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সম্প্রতি বলেছে, তাদের ধারণা, হাজার হাজার যোদ্ধাকে কারাগার থেকে বের করে আনার আইএস’এর পরিকল্পনা এখন পর্যন্ত বড়জোর অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। তারা আরও মনে করে সন্ত্রাসী গোষ্ঠীটির সামগ্রিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

আইএসের মূল নেতৃত্বের শক্তি নিয়েও প্রশ্ন রয়েছে। এটি ২০২২ সালের শুরু থেকে নিজেদের অন্তত ১৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা বা বন্দি হতে দেখেছে।

আর এর দুজন সাম্প্রতিক আমির আবু আল-হাসান এবং আবু আল-হুসেন তাদের মৃত্যুর আগে তাদের অনুসারীদের কাছে প্রকাশ্য কোনো বার্তা দিতে ব্যর্থ হন।

XS
SM
MD
LG