অ্যাকসেসিবিলিটি লিংক

নরওয়েতে ঝড় হ্যান্সের তাণ্ডব: সেতুর উপর গিয়ে আছড়ে পড়ল ভ্রাম্যমাণ বাড়ি


নরওয়েতে ঝড় হ্যান্সের তাণ্ডব: সেতুর উপর গিয়ে আছড়ে পড়ল ভ্রাম্যমাণ বাড়ি
please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

স্ক্যান্ডিনেভিয়া এবং বল্টিক অঞ্চলের কিছু অংশে গত কয়েকদিন ধরে আঘাত হানছে প্রলয়ঙ্করী ঝড় হ্যান্স। ৮ আগস্ট মঙ্গলবার, ঝড়ের তাণ্ডবে স্থানীয় নদীগুলি উপচে পড়ে। এ সময় প্রবল পানির তোড়ে একটি ভ্রাম্যমাণ বাড়ি গিয়ে আছড়ে পড়ে একটি সেতুর উপর।

ভারী বৃষ্টিপাতের কারণে নরওয়ের পাহাড়ী অঞ্চলগুলো জুড়ে রাতভর ভূমিধসের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, রাজধানী অসলোর উত্তর অঞ্চল থেকে ৬০০ জনেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

উপরন্তু, মঙ্গলবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে প্রায় পাঁচ হাজার পরিবার। (এপি)

XS
SM
MD
LG