অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বকাপকে সামনে রেখে পুনর্বাসন শুরু তামিম ইকবালের


বিশ্বকাপকে সামনে রেখে পুনর্বাসন শুরু তামিম ইকবালের
বিশ্বকাপকে সামনে রেখে পুনর্বাসন শুরু তামিম ইকবালের

বাংলাদেশের জাতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপের আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার লক্ষ্য নিয়ে তাঁর পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন।

বুধবার (৯ অগাস্ট) সকালে তামিম ইকবাল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন এবং ইনজুরি থেকে পুনরুদ্ধারে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তাঁর পুনর্বাসন শুরু করেন।

দীর্ঘ সময় ধরে পিঠের ইনজুরির সঙ্গে লড়াই করছেন তামিম ইকবাল। এ কারণে এই মাসের শেষের দিকে এশিয়া কাপে অংশ নেওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে তাঁর। এ ছাড়া, বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও তাকে বাদ দেওয়া হয়েছে।

এদিকে ইনজুরি ও পরবর্তী অস্বস্তিকর পরিস্থিতি গত মাসে তামিমকে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য করেছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তামিম তাঁর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। এ ছাড়া টাইগারদের জন্য তাঁর প্রতিনিধিত্ব অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হন।

দুর্ভাগ্যবশত চোট আগের মতোই আবার দেখা দিয়েছে এবং তাঁকে বাংলাদেশের ওডিআই অধিনায়কত্ব থেকে সরে যেতে বাধ্য করেছে।

অধিনায়কত্ব থেকে পদত্যাগের ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বিশ্বকাপের আগে তামিমের ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেছেন।

তামিম নিজেই বড় ধরনের ক্রিকেট ইভেন্টের আগে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

অধিনায়কত্ব ত্যাগের সিদ্ধান্ত ব্যাখ্যা করার সময় তামিম বলেন, আমি ইচ্ছা করলে এশিয়া কাপে অংশগ্রহণ করতে পারতাম। তবে সেটা আত্মকেন্দ্রিক হতো।

তিনি আরও বলেন, দলের ভবিষ্যৎ বিবেচনা করে আমি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

XS
SM
MD
LG