চলতি অগাস্ট মাসে বাংলাদেশে রেকর্ডসংখ্যক ডেঙ্গু আক্রান্তের বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য সেবা অধিদপ্তর (ডিজিএইচএস)।
সংস্থাটি জানিয়েছে, জুনের তুলনায় জুলাই মাসে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি ছিল। এমনকি অগাস্ট মাসেও ডেঙ্গু সংক্রমণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। যা বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
বুধবার (৯ অগাস্ট) বিকালে বাংলাদেশের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ঢাকা শহরে ডেঙ্গুর সংক্রমণ স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে সংক্রমণের হার বাড়ছে।
শাহাদাত হোসেন বলেন, “অগাস্টের প্রথম ৮ দিনে ২০ হাজার ৩৯৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সেখানে গত মাসজুড়ে আক্রান্ত ছিল ৪৩ হাজার ৮৫৪ জন”।
শাহাদাত হোসেন বলেন, “রোগীরা হাসপাতালে এসে যাতে চিকিৎসা নিতে পারে, আমরা সে বিষয়ে খুবই সতর্ক আছি। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ও অন্য ব্যবস্থাপনার বিষয়ে সক্রিয়ভাবে নজরদারি করছে”।
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরীর সর্বোচ্চ রোগী মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল ও ডিএনসিসি-ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শাহাদাত হোসেন বলেন, “আমাদের এখনো অনেক পদ খালি রয়েছে। তবুও, রোগীরা আমাদের মেডিকেল কলেজেও ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারে”।
চলতি বছরের জানুয়ারি থেকে সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়েছে।
এ বছর বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৫২-তে পৌঁছেছে। আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৬৯ জন।