অ্যাকসেসিবিলিটি লিংক

ইকোওয়াসের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে নিজারের জান্তা নেতাদের নতুন সরকার গঠন


অভুত্থ্যানের নেতাদের ঘোষিত নিজারের নতুন রাষ্ট্রপ্রধান জেনারেল আবদুরাহমান তিয়ানি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার জন্য রাজধানী নিয়ামিতে আসেন। ২৮ জুলাই ২০২৩। ফাইল ছবি
অভুত্থ্যানের নেতাদের ঘোষিত নিজারের নতুন রাষ্ট্রপ্রধান জেনারেল আবদুরাহমান তিয়ানি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার জন্য রাজধানী নিয়ামিতে আসেন। ২৮ জুলাই ২০২৩। ফাইল ছবি

নিজারের জান্তা নেতারা নতুন একটি সরকার গঠন করেছেন। পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনোমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস বা ইকোওয়াস-এর প্রধানরা জরুরি একটি শীর্ষ সম্মেলনের জন্য প্রতিবেশী দেশ নাইজেরিয়ায় সমবেত হওয়ার সময় নতুন সরকার গঠনের এই ঘোষণা আসে।

নতুন একটি সরকার গঠন করে নিজারের জান্তা নেতারা ইকোয়াস নেতাদের প্রতি আরও একবার অবাধ্যতা প্রদর্শন করলেন। এর আগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে পুনর্বহাল করার জন্য রবিবার পর্যন্ত বেঁধে দেওয়া সময়সীমা অগ্রাহ্য করেছে সামরিক জান্তা।

বুধবার (৯ অগাস্ট) সাবেক একজন বিদ্রোহী নেতা এবং নিজারের রাজনীতিবিদ সামরিক জান্তার বিরোধিতা করে একটি আন্দোলন শুরু করেন। এটি পশ্চিম আফ্রিকার দেশটিতে সেনা শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রতিরোধের প্রথম ঘটনা। দুই সপ্তাহ আগে সামরিক জান্তা নিজারের ক্ষমতা দখল করে।

এক বিবৃতিতে বিদ্রোহী নেতা রিসা এগ বউলা বলেন, তাঁর গ্রুপ কাউন্সিল অফ দ্য রেসিস্ট্যান্স ফর দ্য রিপাবলিকের লক্ষ্য বাজুমকে পুনঃপ্রতিষ্ঠা করা।

বউলা নিজারের সাবেক পর্যটনমন্ত্রী এবং নিজারে দুটি তুয়ারেগ জাতিগোষ্ঠীগত বিদ্রোহের একজন নেতা। বিদ্রোহ দুটির একটি সংঘটিত হয়েছিল ১৯৯০-এর দশকে, অন্যটি ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত।

বুধবার পর্যন্ত নিজারের সামরিক জান্তা কূটনৈতিক উদ্যোগ প্রত্যাখ্যান করেছে।

ইকোওয়াস বাজুমকে পূর্ব পদে ফিরিয়ে আনার জন্য শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে, কিন্তু নিজারের সামরিক বাহিনীকে সরে দাঁড়ানোর জন্য সময়সীমা রবিবার কোনো সামরিক হস্তক্ষেপ ছাড়াই পার হয়ে গেছে।

এদিকে নিজারে যুক্তরাষ্ট্রের দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে প্রেসিডেন্ট প্রাসাদ ও রাজধানী নিয়ামির কেন্দ্রস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং বিক্ষোভের ওপর নজরদারির জন্য নিরাপত্তা বৃদ্ধির সতর্কবার্তা দিয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, নগদ অর্থ এবং কিছু পণ্যের অভাব দেখা যাচ্ছে এমন খবর সম্পর্কে তারা অবগত রয়েছে।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেওয়া হয়েছে।

XS
SM
MD
LG