অ্যাকসেসিবিলিটি লিংক

প্রতিবেশীরা হস্তক্ষেপ করলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে হত্যার হুমকি দিয়েছে নিজার


নিজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজউম নিজারের নিয়ামে প্রেসিডেন্ট প্রাসাদে। ১৬ মার্চ, ২০২৩। ফাইল ছবি।
নিজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজউম নিজারের নিয়ামে প্রেসিডেন্ট প্রাসাদে। ১৬ মার্চ, ২০২৩। ফাইল ছবি।

যদি নিজারের প্রতিবেশী দেশগুলো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজউমের শাসন পুনরুদ্ধারের জন্য সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে তাকে হত্যা করার হুমকি দিয়েছে নিজারের জান্তা। পশ্চিমা দুজন কর্মকর্তা একথা জানান।

এই সপ্তাহে দেশ সফরের সময় জান্তার প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ভিক্টোরিয়া নুল্যান্ডকে বলেন, বিদেশী হস্তক্ষেপের চেষ্টা করা হলে তারা বাজউমকে হত্যা করবে। পরিস্থিতির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা একজন সামরিক কর্মকর্তা এপিকে একথা জানান।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এটি নিশ্চিত করেছেন, কারণ ওই কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলার জন্য অনুমোদিত ছিলেন না। এপি একথা জানিয়েছে।

বৃহস্পতিবার ইকোওয়াস তার স্ট্যান্ডবাই ফোর্স সক্রিয় করার নির্দেশ দিয়েছে এবং ২৬ জুলাইয়ের অভ্যুত্থানের পর নিজারে সাংবিধানিক সরকার শান্তিপূর্ণভাবে পুনরুদ্ধার করার আশা প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সামরিক হস্তক্ষেপের জন্য শীর্ষ সম্মেলনকে স্পষ্টভাবে সমর্থন না করেই ইকোওয়াসের পক্ষে সমর্থন জানিয়েছেন।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে, কূটনীতি হলো সংকট সমাধানে এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় এবং সামরিক শক্তি শুধুমাত্র শেষ অবলম্বন হিসেবে ব্যবহার করা উচিত।

বুধবার পর্যন্ত নিজারের সামরিক জান্তা কূটনৈতিক উদ্যোগ প্রত্যাখ্যান করেছিল।

কিন্তু তারা নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু কর্তৃক প্রেরিত দুজন দূত লামিদো মুহাম্মদ সানুসি এবং আব্দুলসালামি আবুবরকারকে দেশটির আবদ্ধ সীমানা সত্ত্বেও দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। দুজনই বিশিষ্ট ঐতিহ্যবাহী নেতা।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG