অ্যাকসেসিবিলিটি লিংক

মণিপুরের বাসিন্দাদের ভারতীয়ত্ব সমর্থন করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সংসদে সরব রাজ্যসভার একমাত্র মিজো সাংসদ


মণিপুরের বাসিন্দাদের ভারতীয়ত্ব সমর্থন করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সংসদে সরব রাজ্যসভার একমাত্র মিজো সাংসদ
মণিপুরের বাসিন্দাদের ভারতীয়ত্ব সমর্থন করে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সংসদে সরব রাজ্যসভার একমাত্র মিজো সাংসদ

ভারতের সংসদের বাদল অধিবেশনে সরকার ও বিরোধীদের বিতর্ক ও বক্তৃতার মূল বিষয় এই মুহূর্তে মণিপুর। মণিপুর নিয়ে তিন মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত পরিস্থিতি। বিরোধীরা বারবার দাবি তুলেছেন, মণিপুর নিয়ে কেন্দ্র উদাসীন। অভিযোগ উঠেছে, মণিপুরকে ভারতের অংশ বলেই মনে করছে না মোদী সরকার। বুধবার ৯ অগাস্ট সাংসদ পদ ফিরে পাওয়ার পরে সংসদে প্রথম বক্তৃতা দিতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন, "মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হচ্ছে।"

এর মধ্যেই বিতর্কিত মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সংসদে তিনি বলেছিলেন, মণিপুরের আদিবাসীরা আসলে মায়ানমারের বাসিন্দা। আসলে, এ কথা বলে মণিপুরের প্রবহমান হিংসার দায় সেখানকার আদিবাসী, উপজাতীয়দের ওপর চাপাতে চাইছে সরকার, এমনটাই অভিযোগ বিরোধীদের। একই সঙ্গে অভিযোগ, এই সব যুক্তি দেখিয়েই মণিপুরকে ভারত-বিচ্ছিন্ন হিসেবে প্রমাণ করতে চাইছে সরকার।

এবার সংসদে অমিত শাহর মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন মিজোরামের এক সাংসদ, কে ভানলালভিনা। এনডিএ-এর এই সাংসদ বললেন, "অমিত শাহ মিথ্যে বলেছেন। মণিপুরের আদিবাসীরা ভারতীয়। আমি মিজোরামের আদিবাসী এমপি। আমি ভারতীয়।"

মিজো ন্যাশানল ফ্রন্টের সদস্য ভানলালভিনা। এনডিএ-র অংশ এই ফ্রন্ট। কে ভানলালভিনা মিজোরামের একমাত্র রাজ্যসভার সাংসদ।

ভানলালভিনা সরাসরি জোর গলায় দাবি করলেন, মণিপুরের আদিবাসীরা ভারতীয়। মনে করিয়ে দিলেন, "আমি মিজোরামের আদিবাসী এমপি। আমি ভারতীয়। গত ২০০ বছর ধরে আমরা ভারতে বাস করছি।"

XS
SM
MD
LG