হাওয়াইয়ের ভোক্তা সুরক্ষা দপ্তর (ওসিপি) মাউই দ্বীপে সকল পণ্যের সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে। বিধ্বংসী দাবানলে দ্বীপটিতে কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা আরেো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো অন্তত এক হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে জানান তারা।
ওসিপি এক বিবৃতিতে বলেছে, “ পরবর্তী জরুরি ঘোষণা না দেয়া পর্যন্ত বা প্রত্যাহারের ঘোষণা না দেয়া পর্যন্ত; এই নির্ধারিত মূল্য অন্তত এই মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে।”
সর্বোচ্চ দাম বেঁধে দেয়ার অর্থ হলো, জরুরি অবস্থা জারি করার আগের মূল্যে, সব পণ্য বিক্রি করতে হবে। ওসিপি জানায়, বেঁধে দেয়া দামের আওতায় থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে, খাদ্য, পানি, বরফ, পেট্রোল, রান্নার জ্বালানি, ব্যাটারি, জেনারেটর, চিকিৎসা উপকরণ এবং নির্মাণ সামগ্রী।
জনপ্রিয় টক শো উপস্থাপক ম্যাভেন অপরাহ উইনফ্রে মাউইর বাসিন্দা। বৃহস্পতিবার তিনি দ্বীপের উত্তর দিকে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি বালিশ, শ্যাম্পু, ডায়াপার এবং চাদর বিতরণ করেন। উইনফ্রে বলেন, এর আগে তিনি এই এলাকায় মানষের কী প্রয়োজন, তা জানতে এলাকাটি পরিদর্শন করেছিলেন।
বৃহস্পতিবার মাউই-এর মেয়র রিচার্ড বিসেন বলেন, লাহাইমার জরুরি কর্মীরা এখনো অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের খুঁজে বের করার এবং সনাক্ত করার চেষ্টা করছেন। যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়নি এমন মানুষদের তিনি উদ্ধার কাজ শেষ হওয়ার আগে বাড়িতে না ফিরতে অনুরোধ করেন।বলেন, “আমরা মৃতদের উদ্ধার না করা পর্যন্ত বাড়ি ফিরবেন না।”
কর্মকর্তারা বলছেন, তাদের আশঙ্কা, বিগ আইল্যান্ডে ১৯৬১ সালের সুনামিতে ৬১ জন নিহত হওয়ার পর, মাউইর এই দাবানল হতে যাচ্ছে হাওয়াইয়ের সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ।
এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স এবং এপি থেকে নেয়া হয়েছে।