অ্যাকসেসিবিলিটি লিংক

সামনে এল এয়ার ইন্ডিয়া-র নতুন লোগো, নতুন এয়ারক্রাফট, লোগো নিয়ে উড়ান শুরু ডিসেম্বরে


এয়ার ইন্ডিয়া-র নতুন লোগো
এয়ার ইন্ডিয়া-র নতুন লোগো

কোটি টাকা ব্যয় করে সম্প্রতি ৪৭০টি নতুন এয়ারক্রাফট কিনতে চলেছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এই ঘোষণার পরেই লোগো বদলে নতুন পরিচয় সামনে এল এই ভারতীয় বিমান সংস্থা।

টাটা গ্রুপের এই এয়ারলাইন্স-এর নতুন লোগোর নাম হয়েছে ‘দ্য ভিস্তা’। নতুন এই লোগোটিতে রয়েছে একটি সোনালি রংয়ের জানলার প্রতীক চিহ্ন। বিমান সংস্থার দাবি, এই লোগো অসীম সম্ভাবনা, প্রগতিশীলতা এবং সংস্থার সাহসী নতুন দৃষ্টিভঙ্গির প্রতীক। চলতি বছরের শেষে ডিসেম্বর মাসে যাত্রীরা এই নয়া লোগো-সম্বলিত বিমানে চড়ার সুযোগ পাবেন। সেই সময় এয়ার ইন্ডিয়া-র নতুন এয়ারবাস এ-৩৫০ এর যাত্রাও শুরু হবে।

নতুন এই লোগোর ডিজাইনে রয়েছে গাঢ় লাল এবং সোনালি রংয়ের শেড। এছাড়া চক্র-অনুপ্রাণিত একটি প্যাটার্নও রয়েছে। এয়ার ইন্ডিয়া-র মুখ্য কার্যনির্বাহী পরিচালক ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, নয়া এই রূপান্তরের মাধ্যমে এয়ার ইন্ডিয়া একটি বিশ্বমানের বিমান সংস্থা হিসেবে পরিচিত হবে, যা বিশ্বের মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করবে।

এয়ার ইন্ডিয়া-র নতুন লোগো
এয়ার ইন্ডিয়া-র নতুন লোগো

"নতুন এয়ার ইন্ডিয়া অনেক সাহসী আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত। সেই সঙ্গে এটির ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে সংযুক্ত রয়েছে, যা বিশ্বের কাছে ভারতের আতিথেয়তাকে মানদণ্ড হিসেবে তুলে ধরবে," জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের গত জুন মাসেই এয়ার ইন্ডিয়া ৭০ বিলিয়ন ডলারের চুক্তিতে এয়ারবাস এবং বোয়িং থেকে ৪৭০টি নতুন এয়ারক্রাফট কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে। নভেম্বর থেকেই সেই এয়ারক্রাফট সরবরাহ শুরু হয়ে যাবে। ডিসেম্বর থেকে নতুন লোগো এবং নয়া এয়ারক্রাফট নিয়ে চালু হয়ে যাবে এয়ার ইন্ডিয়া-র নতুন উড়ান।

XS
SM
MD
LG