বৃহস্পতিবার, ১০ আগস্ট, আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যাচ্ছে, এক সময়ের প্রাণোচ্ছ্বল শহর লাহাইনাকে ধ্বংস করে দিয়েছে হাওয়াইয়ের দাবানল।
উপর থেকে কোনও জ্বলন্ত অগ্নিশিখা দেখা যাচ্ছে না। যদিও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
প্রেসিডেন্ট জো বাইডেন হাওয়াইকে বিপর্যস্ত এলাকা বলে ঘোষণা করেছেন। আগুন থেকে মাউয়ের বাসিন্দা ও ব্যবসাকে পুনরুদ্ধারে সহায়তা করতে ফেডারেল ত্রাণের পথ প্রশস্ত করেছেন তিনি। (এপি)