অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্যোগ বাড়ছে উত্তর ভারতের হিমাচল প্রদেশে,মেঘ ভাঙা বৃষ্টি, মৃত ২১, জলস্তর বাড়ছে বিপাশা নদীর, ধ্বংসস্তূপে আটক বহু


দুর্যোগ বাড়ছে উত্তর ভারতের হিমাচল প্রদেশে,মেঘ ভাঙা বৃষ্টি, মৃত ২১, জলস্তর বাড়ছে বিপাশা নদীর, ধ্বংসস্তূপে আটক বহু।
দুর্যোগ বাড়ছে উত্তর ভারতের হিমাচল প্রদেশে,মেঘ ভাঙা বৃষ্টি, মৃত ২১, জলস্তর বাড়ছে বিপাশা নদীর, ধ্বংসস্তূপে আটক বহু।

নতুন করে বিপর্যয়ের মুখোমুখি উত্তর ভারতের হিমাচল প্রদেশ। সদ্য জুলাইয়ের শুরুতেই বানভাসি হয়েছিল হিমাচল প্রদেশের একাধিক এলাকা। সেই আতঙ্ক আবার ফিরল অগস্টের মাঝামাঝি। এবার মেঘ ভাঙা বৃষ্টির কবলে হিমাচল প্রদেশ।

সোমবার ১৪ অগাস্ট হিমাচলের সোলান নামের একটি গ্রাম মেঘ ভাঙা বৃষ্টির কবলে পড়ে। এর ফলে ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু হয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছেন আরও ৩ জন। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তাদের।

আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই হিমাচল প্রদেশে গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। চলতি বছরে বর্ষার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উত্তর ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলি। দুর্যোগ যে এখনও কাটেনি তা স্পষ্ট।

রবিবার ১৩ অগাস্ট থেকে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের একাধিক এলাকায় ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। এর ফলে প্রবল বেগে জলস্তর বাড়ছে বিপাশা নদীর। সেই সঙ্গে একাধিক জায়গায় ধসের খবরও পাওয়া যাচ্ছে। বিপর্যস্ত হয়েছে একাধিক রাস্তা থেকে সেতু। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু এলাকা। রবিবার রাতে ডজন গ্রামের দুটি বাড়ি ভেসে গিয়েছে।

রবিবার শিমলায় একটি বেসরকারি বাসের মাথায় গাছের ডাল ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে সোমবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল, কলেজ। সেই সঙ্গে এই মুহূর্তে পর্যটকদের সেখানে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে।

XS
SM
MD
LG