অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তরাখন্ডের জোশীমঠে ফের ফাটল, ৫টি পরিবার ত্রাণশিবিরে, ক্ষুব্ধ বাসিন্দারা


বিশেষজ্ঞরা মনে করছেন ফের নতুন করে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি শুরু হতেই এই ফাটল দেখা দিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন ফের নতুন করে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি শুরু হতেই এই ফাটল দেখা দিয়েছে।

উত্তর ভারতের উত্তরাখণ্ডের চামোলিতে ফের নতুন করে ফাটল দেখা দিল। ওই এলাকা থেকে ৫টি পরিবারকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণশিবিরে নিরাপদ এলাকায়। বিশেষজ্ঞরা মনে করছেন ফের নতুন করে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি শুরু হতেই এই ফাটল দেখা দিয়েছে।

এই প্রসঙ্গে রবিবার ১৩ অগাস্ট চামোলি জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান জানান, ফাটলের খবর মেলার পরই ৫টি পরিবারকে সরানো হয়েছে নিরাপদ এলাকায়। তারা এই পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও দাবি করেন তিনি। যদিও এ প্রসঙ্গে সুনীল ওয়ার্ড এলাকার বাসিন্দাদের বক্তব্য আলাদা।

জুলাই মাসে এমনই এক ৬ ফুটের বিশাল গর্ত তৈরি হলে আতঙ্ক দেখা যায় বাসিন্দাদের মধ্যে। সেই ফাটল তখনই সারিয়ে গোটা এলাকাটিকে নতুন করে মেরামত করার আবেদন জানিয়েছিলেন তারা। কিন্তু তাদের বক্তব্য, সেই প্রতিশ্রুতি আদৌ পূরণ হয়নি।

সেই সময়ে বাসিন্দাদের জানানো হয় যে এই ছোট ফাটল থেকে ভয়ের কোনও কারণ নেই। তবে বারবার এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই ভীত হয়ে পড়ছেন সেই এলাকার বাসিন্দারা। জোশীমঠে পরের পর ফাটল যে কোনও দিন ডেকে আনতে পারে বড় বিপর্যয়, সেই আশঙ্কাতেই এখন ভুগছেন বাসিন্দারা।

XS
SM
MD
LG