বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের এক দফা আন্দোলনের অংশ হিসেবে, রাজধানী ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করবে আগামী ১৮ আগস্ট শুক্রবার। এছাড়া, দলের অসুস্থ চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৭ ও ১৯ আগস্ট কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার (১৫ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। সোমবার (১৪ আগস্ট) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করা হয়ং।
রুহুল কবির রিজভী বলেন, “বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করা হবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনকারী অন্যান্য দল ও জোট একই দিনে নিজ নিজ অবস্থান থেকে একই কর্মসূচি পালন করবে।”
এর আগে, গত ৯ আগস্ট বিএনপিসহ সমমনা দলগুলো রাজধানী ঢাকায় গণমিছিল করে। গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা দলগুলো এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছিলো।
রিজভী বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি ১৭ আগস্ট সারাদেশে লিফলেট বিতরণ করবে এবং ১৯ আগস্ট মহানগর ও জেলা পর্যায়ে মিছিল করবে। এছাড়া, খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য তাদের দলের পক্ষ থেকে বুধবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলে, তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ২০২০ সালের ২৫ মার্চ তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে, বয়স বিবেচনায় এবং মানবিক কারণে কিছু শর্তে একটি নির্বাহী আদেশে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।