মঙ্গলবার ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে রাজধানী দিল্লির লালকেল্লা থেকে একটি বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, খুব তাড়াতাড়ি বিশ্বকর্মা যোজনার সূচনা করতে চলেছেন তিনি। যার ফলে কয়েক লাখ মানুষ উপকৃত হবেন। তিনি জানান, এই যোজনাটি আগামী সেপ্টেম্বর মাস থেকে ১৫ হাজার কোটি টাকা দিয়ে শুরু করা হবে। এই প্রকল্পের আওতায় কারিগর ও ছোট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাহায্য পাবেন।
বিশ্বকর্মা যোজনা কী?
আগামী সেপ্টেম্বর মাসে বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশজুড়ে এই যোজনা শুরু হবে। এই যোজনার মাধ্যমে দেশের ছোট ব্যবসায়ী, কারিগরদের সাহায্য দেওয়া হবে। শুধু তাই নয়, লোন থেকে শুরু করে ট্রেনিং , অ্যাডভান্স টেকনিক সংক্রান্ত তথ্য দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিল শেখানো হবে।
এই যোজনার আওতায় শুধু আর্থিক সহায়তাই নয়, প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, ব্র্যান্ডের প্রচার, স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগ, ডিজিটাল পেমেন্ট এবং সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও সাহায্য ও সুবিধা পাওয়া যাবে।
কী কী সুবিধা মিলবে?
এই প্রকল্পে প্রথম কিস্তিতে ৫ শতাংশ সুদের হারে ১ লাখ টাকা লোন নেওয়া যাবে, দ্বিতীয় কিস্তিতে নেওয়া যাবে ২ লাখ টাকা পর্যন্ত লোন।
এই যোজনায় সরকার ১৩,০০০ টাকা থেকে ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। বিশ্বকর্মা যোজনার মাধ্যমে স্বর্ণকার, কামার, হেয়ার ড্রেসার, ধোপা, রাজমিস্ত্রি এবং ছোট ব্যবসায়ীরা নানা ভাবে উপকৃত হবেন। বিশেষ করে বংশানুক্রমে বা বহু দিন যাবত যে সমস্ত ব্যবসা চলে আসছে তাদের এই যোজনার মাধ্যমে সহায়তা করা হবে।
ওবিসি সহ বিভিন্ন সংরক্ষিত কোটার মানুষ এই যোজনার সুবিধা সরাসরি ভোগ করতে পারবেন।