অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে দুবোনকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামীর যাবজ্জীবন কারাদণ্ড


উত্তর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বুদাউন জেলায় যে গাছে দুই ধর্ষিত কিশোরীর লাখ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল সেখানে দর্শকরা দাঁড়িয়ে আছে। ৩১ মে, ২০১৪। ফাইল ছবি।

শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ নিয়ে কাজ করছে একটি বিশেষ আদালত প্রায় এক বছর আগে উত্তর ভারতের উত্তর প্রদেশ রাজ্যে দুই দলিত বোনকে গণধর্ষণ এবং হত্যার দায়ে দুজন পুরুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।

প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস কোর্ট পিওসিএসও অপরাধের প্রমাণ নষ্ট করার জন্য দোষী সাব্যস্ত অন্য দুওজন পুরুষকেও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।

১৫ এবং ১৭ বছর বয়সী দু বোনের মৃতদেহ ইউপির লখিমপুর জেলায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ১৪ সেপ্টেম্বর অপরাধগুলো নিয়ে বিশ্বব্যাপী গণমাধ্যম জুড়ে ব্যাপকভাবে রিপোর্ট করা হয়েছিল। এটি ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

পুলিশ জানায়, ধর্ষণের পর মেয়েরা ধর্ষক দুজনকে তাদের বিয়ে করার জন্য জোর করে। তারা প্রত্যাখ্যান করেছিল এবং তাতে একটি উত্তপ্ত তর্কের সূচনা হয়েছিল এবং পরিশেষে বোনদের শ্বাসরোধ করে হত্যা করা হয়। পুলিশ প্রতিবেদনে আরও বলা হয় , মামলাটিকে যৌথ আত্মহত্যার মতো দেখাতে আসামিরা মেয়েদের একটি ওড়না ব্যবহার করে একটি গাছে তাদের মৃতদেহ ঝুলিয়ে দেয়।

নিহত দুই বোনের পরিবারকে ৩০ হাজার ৩৪ ডলার কশতিপূরণ এবং ইউপি কর্তৃক একটি বাড়ি দেয়া হয়েছে। সরকার এই মামলায় অপরাধীদের জন্য “দৃষ্টান্তমূলক শাস্তির” প্রতিশ্রুতি দিয়েছে।

পুলিশ যখন মামলার তদন্ত শুরু করে, তখন নিহতের পরিবার বলেছিল, দোষীদের মৃত্যুদণ্ড না হওয়া পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না।

.সোমবার রায়ের পর দুই বোনের বাবা বলেছেন, আদালতের রায়ে তিনি সন্তুষ্ট।

XS
SM
MD
LG