হা্ওয়াইয়ের কর্মকর্তাদের দেহাবশেষ সনাক্ত করার মতো কঠোর পরিশ্রমের কাজে সহায়তা করার জন্য একটি ভ্রাম্যমাণ মর্গ ইউনিট মঙ্গলবার সেখানে পৌঁছেছে। মাউই কাউন্টি এক সপ্তাহ আগে ঐতিহাসিক শহর লাহাইনাকে পুড়িয়ে দেওয়া দাবানলে নিহতদের প্রথম নাম প্রকাশ করেছে । মৃতের সংখ্যা সেখানে ১০৬ এ উন্নীত হয়েছে।
লাহাইনার বাসিন্দা রবার্ট ডাইকম্যান (৭৪) ও বাডি জ্যানটোক (৭৯) নামে দুই জনের নাম উল্লেখ করে কাউন্টি এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে আরও তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের নিকটাত্মীয়দের সনাক্ত করার পরে নামগুলি প্রকাশ করা হবে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের উপ-সহকারী সচিব জোনাথন গ্রিন বলেন, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ আক্রান্তদের শনাক্ত করতে পরীক্ষার টেবিল, এক্স-রে ইউনিট এবং অন্যান্য সরঞ্জামসহ করোনার, প্যাথলজিস্ট এবং টেকনিশিয়ানদের একটি দল মোতায়েন করেছে।
গ্রিন বলেন, "এটি একটি ভীষণ কঠিন মিশন হতে যাচ্ছে। আক্রান্তের সংখ্যার বেশি হওয়ায় ধৈর্য ধরা অনেক গুরুত্বপূর্ণ।“
আগুন লাগার এক সপ্তাহ পর বাস্তুচ্যুত মানুষ স্থানীয়দের জন্য আলাদা করা শত শত হোটেলে আশ্রয় নেয়। সেখানে তাদের খাদ্য, বরফ, জল এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়।