জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে প্রাথমিকভাবে ছয় মাসের বেতন বৃদ্ধির বিষয়ে একটি চুক্তি করেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এ বিষয়ে আজ (বুধবার) মতিঝিলে বাফুফে কার্যালয়ে, বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন এবং বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের উপস্থিতিতে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আগামী ১ সেপ্টেম্বর থেকে সর্বোচ্চ মাসিক ৫০ হাজার টাকা বেতনে ছয় মাসের জন্য ৩১ জন জাতীয় ফুটবলারকে ওই চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে বাফুফে।
চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা না হলেও জানা গেছে, ১৫ জন সিনিয়র খেলোয়াড় প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে, পরবর্তী ১০ জন খেলোয়াড় পাবেন ৩০ হাজার টাকা করে এবং বাকি ছয় খেলোয়াড় প্রতি মাসে ২০ হাজার টাকা করে পাবেন।
তবে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বাফুফের আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
এছাড়া, প্রায় ৭০ জন সিনিয়র ও জুনিয়র খেলোয়াড় বর্তমানে বাফুফে আবাসিক ক্যাম্পে অবস্থান করছেন।
তারা তাদের কর্মক্ষমতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে গড়ে দশ হাজার টাকা মাসিক বেতন পান।
এর আগে, অধিনায়ক সাবিনা খাতুনসহ কয়েকজন সিনিয়র খেলোয়াড় প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন পেতেন। আর অন্যান্য খেলয়াড়দের জন্য সর্বনিম্ন বেতন ছিল মাত্র ৫ হাজার টাকা।
সাম্প্রতিক দিনগুলিতে, নারী খেলোয়াড়রা বেশ কিছু প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন। তাদের দাবী ছিল, বেতন বৃদ্ধি, উন্নত খাবার, বাসস্থান এবং ক্রীড়া উপকরণসহ অন্যান্য সুবিধাদি নিশ্চিত করা।
এর আগে, মাসিক ৫০,০০০ টাকা বেতনের দাবিতে তারা বাফুফে’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কয়েকবার দেখা করেও ব্যর্থ হন।