অ্যাকসেসিবিলিটি লিংক

সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামে মৎস্যখাতে ক্ষতি ৭০ কোটি টাকা


বাংলাদেশে বন্যা
বাংলাদেশে বন্যা

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাম্প্রতিক বন্যায়, ১৩ উপজেলা ও চট্টগ্রাম নগরীর আশপাশের এলাকায় ১৩ হাজার ৩৭৯টি পুকুর এবং ১২৬টি মাছের ঘের প্লাবিত হয়েছে। অবকাঠামোসহ সব মিলিয়ে বন্যায় মৎস্য খাতে ৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ তথ্য জানিয়েছে মৎস্য অধিদপ্তর।

চট্টগ্রাম জেলা মৎস্য অফিসের জরিপ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, “বন্যায় প্লাবিত চট্টগ্রামের ১৩ হাজার ৩৭৯টি পুকুরের আয়তন ৩ হাজার ৭৪৬ হেক্টর। আর ভেসে যাওয়া ১২৬টি মাছের ঘেরের আয়তন ১৮৯ হেক্টর। এসব পুকুর ও ঘের থেকে মাছ ভেসে গেছে ৪ হাজার ১৫৪ টন। সেই হিসাবে, এই বন্যায় শুধু মৎস্য খাতেই ৬৯ কোটি ৩৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত শুরু হয়। ৪ আগস্ট নগরী ও জেলায় বন্যা দেখা দেয়। ধীরে ধীরে পরিস্থিতি অবনতি হতে থাকে। এরমধ্যে ৭ আগস্ট পর্যন্ত চার দিন টানা জলাবদ্ধতা ছিলো নগরীতে।অপরদিকে, জেলার ১৫ উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় এখনো কিছু এলাকায় বন্যায় দুর্ভোগ রয়ে গেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের ৪ উপজেলা। সেগুলো হলো; সাতকানিয়া, লোহাগাড়া, পটিয়া ও চন্দনাইশ।

XS
SM
MD
LG