সারা ভারত জুড়ে বড় প্রচার অভিযানে নামছে আরএসএস-এর কৃষক সংগঠন ভারতীয় কিষান সঙ্ঘ। তারা সিদ্ধান্ত নিয়েছে বর্ষা বিদায় নিই এক লাখ গ্রামে যাবেন কিষান সঙ্ঘের সদস্যরা। তাদের লক্ষ্য এক কোটি কৃষককে সংগঠনের সদস্য করা।
কিষান সঙ্ঘের এক কর্তা অভিযানের কথা জানিয়ে অবশ্য দাবি করেছেন, এর সঙ্গে আগামী বছর লোকসভা ভোটের কোনও সম্পর্ক নেই। যদিও রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছে, লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছে, নরেন্দ্র মোদীর সাড়ে নয় বছরের জমানায় কৃষকদের দুর্দশা বেড়েছে, একাধিক রিপোর্টে তা স্পষ্ট। মোদী সরকার শুধুমাত্র বছরে ছয় হাজার টাকা অনুদান দেওয়ার প্রকল্পটি ছাড়া কৃষক স্বার্থে বড় কোনও দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। বরং তিন কৃষি আইন ঘিরে দেশের বিপুল অংশের কৃষকের সঙ্গে সরকারের বিরোধ চরমে ওঠে।
এই পরিস্থিতিতে কৃষকদের মন জয়ে বিজেপির প্রতিনিধি হয়ে যাওয়ার চাইতে আরএসএস-এর কৃষক সংগঠনকে নামানো কাজের কাজ হতে পারে বলে মনে করছে দল। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে হালে ভারতীয় কিষান সঙ্ঘের নেতাদের দীর্ঘ বৈঠক হয়। সেখানেই ঠিক হয়েছ, দেশের সাড়ে ছয় লাখ নথিভুক্ত গ্রামের মধ্যে এক লাখ গ্রামে ভারতীয় কিষান সঙ্ঘের কর্মীরা যাবেন। লক্ষ্য হল এক কোটি কৃষককে সংগঠনের সদস্য করা। সেই সঙ্গে মোদী সরকারের কৃষক স্বার্থে গৃহীত পদক্ষেপগুলির প্রচার চালানো হবে।