অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে এল প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার রিভলভার প্রবাল


ভারতে এল প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার রিভলভার প্রবাল
ভারতে এল প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার রিভলভার প্রবাল

ভারতের বাজারে এল প্রথম দূরপাল্লার রিভলভার। নাম প্রবাল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা এই নতুন আগ্নেয়াস্ত্র আত্মপ্রকাশ করল ভারতে।

৫০ মিটার দূরে দাঁড়িয়ে রিভলভারের ট্রিগার টিপলে, গুলি লাগবে নিশানায়। অব্যর্থ টিপ।

উত্তর প্রদেশের কানপুরের অ্যাডভান্সড ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্টস ইন্ডিয়া লিমিটেড এই নতুন রিভালভার তৈরি করেছে। সরকারি মালিকানাধীন এই কোম্পানি সাধারণত ছোট অস্ত্র এবং আর্টিলারি বন্দুক তৈরি করে থাকে। চলতি বছরে এই কোম্পানি বিশাল অঙ্কের বরাত পায়। বরাতের অঙ্ক হল, প্রায় ৬ হাজার কোটি টাকা।

প্রবাল রিভলভার, বা এই আগ্নেয়াস্ত্রটি লম্বায় ১৭৭.৬ মিলিমিটার। এর ব্যারেলের দৈর্ঘ্য ৭৬ মিলিমিটার। বুলেট ছাড়া এই রিভলভারের ওজন মাত্র ৭০০ গ্রাম। এই রিভলভারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এর ট্রিগার টানার বিষয়টি। সাইড সুইং সিলিন্ডার দিয়ে ট্রিগার টানা যায়। এর ফায়ারিং রেঞ্জ ৫০ মিটার। যা আর অন্যান্য কোনও রিভলভারে পাওয়া যায় না।

শুক্রবার অর্থাৎ ১৮ অগস্ট এই রিভলভারটি লঞ্চ করেছে। এদিন থেকেই রিভলভার কেনার সুবিধা পাওয়া যাবে। তবে অবশ্যই গ্রাহকের রিভলভারের লাইসেন্স থাকতে হবে। উল্লেখ্য, ১৯৫৯ সালে অস্ত্র আইন অনুযায়ী, ভারতীয় নাগরিকদের চারটি বোরের রিভলভার কেনার অনুমতি রয়েছে। .৩৫, .৩২, .২২ এবং .৩৮০ বোরের বন্দুক রাখতে পারেন নাগরিকরা। তবে লাইসেন্স পাওয়ার জন্য সরকার যেসব শর্ত ধার্য করেছে, তা পূরণ করতেই হবে।

লাইসেন্স পাওয়ার জন্য কী কী শর্ত মানতে হয়?

-ভারতীয় নাগরিকরা ব্যবসা, পেশা কিংবা আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার জন্য বন্দুকের জন্য আবেদন করতে পারেন।
-গ্রাহক শুটিংয়ে পারদর্শী হলেই তবে মিলবে লাইসেন্স। শুটিং ক্লাব বা রাইফেল অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে। কমপক্ষে ২ বছরের সদস্যপদ থাকলেই কেউ বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
-এছাড়াও যদি কোনও ব্যক্তি প্রতিরক্ষা বা সশস্ত্র পুলিশ বাহিনীতে কাজ করেন তবে আপনি বন্দুক রাখার অনুমতি পাবেন।

XS
SM
MD
LG