অ্যাকসেসিবিলিটি লিংক

এফ সিক্সটিন যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র;বলছেন কর্মকর্তারা


ইউক্রেনে রুশ হামলায় মারিউপোলে ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী; ১৬ আগস্ট ২০২৩।
ইউক্রেনে রুশ হামলায় মারিউপোলে ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী; ১৬ আগস্ট ২০২৩।

কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার মিত্র ডেনমার্ক এবং নেদারল্যান্ডস-কে ইউক্রেনে এফ সিক্সটিন যুদ্ধবিমান পাঠানোর অনুমোদন দিয়েছে। তবে, এই যুদ্ধবিমানগুলো ইউক্রেন পাচ্ছে কি-না, তা এখনো স্পষ্ট নয়। আকাশে রাশিয়ার শ্রেষ্ঠত্ব মোকাবেলায় এই যুদ্ধবিমান পাওয়ার জন্য ইউক্রেন বহু দিন ধরে চেষ্টা করছে।

এর আগে, শুক্রবার ইউক্রেন মস্কোতে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে। তবে, বাহিনী মানববিহীন এই আকাশ-যানটিকে ভূপতিত করে।

রাশিয়া গুলি করে ড্রোনটি ভূপতিত করার পর, এর ধ্বংসাবশেষ পতিত হয় মস্কোর এক্সপো সেন্টারে।এটি ক্রেমলিন থেকে ৭ কিলোমিটারের কম দূরত্বে অবস্থিত একটি বিশাল প্রদর্শনী কেন্দ্র।

ইউক্রেনের কর্মকর্তারা বুধবার বলেছেন, রাশিয়া রাতভর ড্রোন হামলা চালিয়ে দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলের একটি বন্দরে শস্যের অবকাঠামোর ক্ষতি করেছে।

ওডেসার গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেছেন, এই হামলায় বন্দরের গুদাম এবং শস্য মজুত করার স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

হংকং-এর পতাকাবাহী কনটেইনার জাহাজ জোসেফ শুল্ট বুধবার ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে গেছে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ওলেক্সান্ডার কুবরাকভ বলেছেন, রাশিয়া কৃষ্ণ সাগর শস্য চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর, বেসামরিক জাহাজ চলাচলের জন্য ইউক্রেন কৃষ্ণ সাগরে যে অস্থায়ী করিডর স্থাপন করেছে, জোসেফ শুল্ট সেই করিডর ব্যবহারকারী প্রথম জাহাজ।

তবে, ইউক্রেন স্থাপিত জাহাজ চলাচল করিডর-কে রাশিয়া মেনে নেবে কি-না, সে বিষয়ে রাশিয়া এখনো কিছু বলেনি। রবিবার রাশিয়ার টহল জাহাজ একটি জাহাজ লক্ষ্য করে সতর্কীকরণ গুলি নিক্ষেপ করে। রাশিয়া বলেছে, পরিদর্শনের অনুরোধে সাড়া দিতে জাহাজটির ক্যাপ্টেন ব্যর্থ হওয়ার কারণে, সেটিকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG