অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ থেকে নেয়া ঋণের প্রথম কিস্তি শোধ করেছে শ্রীলঙ্কা


কলম্বোতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ শ্রীলঙ্কার হেড অফিসের বিল্ডিং। (ফাইল ছবি)
কলম্বোতে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ শ্রীলঙ্কার হেড অফিসের বিল্ডিং। (ফাইল ছবি)

অর্থনৈতিক সংকটের সময় বাংলাদেশ থেকে ২০ কোটি ডলার ঋণ নিয়েছিলো শ্রীলঙ্কা। সোমবার (২১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, শ্রীলঙ্কা সেই ঋণের প্রথম কিস্তি ৫ কোটি ডলার পরিশোধ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, “শ্রীলঙ্কাকে দেয়া ২০ কোটি ডলারের ঋণের মধ্যে, প্রথম কিস্তিতে ৫ কোটি ডলার ফেরত পেয়েছি। এই মাসের শেষের দিকে তাদের আরেকটি কিস্তি দেয়ার কথা। আমরা আশা করছি তারা এই বছরের মধ্যে পুরো ঋণ পরিশোধ করবে।”

শ্রীলঙ্কা ২০২১ সালে কারেন্সি সোয়াপ সিস্টেমের অধীনে তিন মাসের মধ্যে পরিশোধের শর্তে বাংলাদেশ থেকে ঋণ নিয়েছিলো। কিন্তু তারা সময়মতো ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়। আর, দ্বীপরাষ্ট্রটি অভ্যন্তরীণ আর্থিক অস্থিরতার মধ্যে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে ঋণ পরিশোধের সময় বাড়াতে চায়। বাংলাদেশ কয়েক দফা সময়সীমা বাড়ায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বাংলাদেশ ২০২১ সালের ১৯ আগস্ট প্রথম ধাপে ৫ কোটি ডলার ঋণ দেয়। এরপর সে বছরের ৩০ অক্টোবর দ্বিতীয় দফায় ১০ কোটি ডলার এবং নভেম্বরে ৫ কোটি ডলার ঋণ দেয়া হয়। চুক্তি অনুযায়ী গত বছরের আগস্ট, অক্টোবর ও নভেম্বরের মধ্যে সুদসহ টাকা ফেরত দেয়ার কথা থাকলেও সময়সীমা ঠিক রাখতে ব্যর্থ হয় দেশটি।

XS
SM
MD
LG