অ্যাকসেসিবিলিটি লিংক

ঘোষণা হল ভারতের কংগ্রেসের নতুন ওয়ার্কিং কমিটির সদস্যদের নাম


খাড়্গের কমিটিতে সনিয়া গান্ধী এবং তার পুত্র রাহুল গান্ধীর পাশাপাশি মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও আছেন।
খাড়্গের কমিটিতে সনিয়া গান্ধী এবং তার পুত্র রাহুল গান্ধীর পাশাপাশি মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও আছেন।

রবিবার ২০ অগাস্ট কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ভারতের প্রধান বিরোধী দল শতাব্দী প্রাচীন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করলেন। নতুন সদস্যদের বেছে নিতে প্রাক্তন দুই সভাপতি সনিয়া গান্ধী, রাহুল গান্ধীর পথই অনুসরণ করেছেন বর্তমান সভাপতি। নির্বাচনের পথে না হেঁটে সভাপতি হিসাবে খাড়্গে তার অধিকার প্রয়োগ করে বেছে নিয়েছেন নতুন সদস্যদের। সর্ব ভারতীয় কংগ্রেসের দৈনন্দিন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওয়ার্কিং কমিটিই শেষ কথা। দ্বিতীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হল কংগ্রেসের সংসদীয় কমিটি। সেটির চেয়ারপারসন সনিয়া গান্ধী।

খাড়্গের কমিটিতে সনিয়া গান্ধী এবং তার পুত্র রাহুল গান্ধীর পাশাপাশি মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও আছেন।

পশ্চিমবঙ্গ থেকে ওয়ার্কিং কমিটিতে আছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পার্টির লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, কার্যকরী সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাশমুন্সী। দীপার স্বামী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সী দীর্ঘদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন।

খাড়্গে নতুন ওয়ার্কিং কমিটি ঘোষণা করায় অবসান হল স্টিয়ারিং কমিটির। গত বছর ১০ অক্টোবর খাড়্গে সভাপতি হওয়ার পর আগের ওয়ার্কিং কমিটি ভেঙে দিয়ে স্টিয়ারিং কমিটি দিয়ে কাজ চালাচ্ছিলেন। নতুন কমিটিতে আছেন কেরলের তিরুবনন্তপুরমের সাংসদ শশী তারুর। তিনি গত বছর খাড়্গের বিরুদ্ধে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

গত বছর রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরে সিদ্ধান্ত হয়েছিল সংগঠনের সর্বস্তরে পঞ্চাশের কম বয়সিদের অর্ধেক সদস্য করা হবে। ওয়ার্কিং কমিটিতে যতটা সম্ভব সেই ভারসাম্য রক্ষার চেষ্টা হয়েছে। বয়স ছাড়াও জনজাতি, দলিত, ওবিসি, সংখ্যালঘুর প্রতিনিধিত্ব বজায় রাখতেই নির্বাচনের পথে না হেঁটে খাড়্গে নিজে বেছে নিয়েছেন সদস্যদের, এমনটাই ব্যাখ্যা দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। তবে সভাপতি হিসাবে খাড়্গের টিম বলা হলেও বাস্তবে গান্ধী পরিবারের ঘনিষ্ঠদের কমিটিতে রাখা হয়েছে মত রাজনৈতিক মহলের একাংশের।

ওয়ার্কিং কমিটিতে রয়েছেন রাজস্থানের শচীন পাইলট। দলীয় মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে লড়াই করা শচীনকে ওয়ার্কিং কমিটিতে নিয়ে রাজস্থানের রাজনীতিতে ভারসাম্য রক্ষার চেষ্টা করলেন খাড়্গে মত বিশেষজ্ঞদের। সে জন্য কমিটির বহর বাড়ানো হয়েছে। ২৪ সদস্যের জায়গায় এবার নেওয়া হয়েছে ৩৯ জনকে। তাদের মধ্যে স্থায়ী আমন্ত্রিত সদস্য ৩২ জন।

XS
SM
MD
LG