অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামে গভীর সাগরে ভাসতে থাকা ১৩ জেলে জীবিত উদ্ধার


চট্টগ্রামে গভীর সাগরে ভাসতে থাকা ১৩ জেলে জীবিত উদ্ধার
চট্টগ্রামে গভীর সাগরে ভাসতে থাকা ১৩ জেলে জীবিত উদ্ধার

বাংলাদেশের চট্টগ্রামের গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, “গত ১৯ আগস্ট ‘এফবি রাজু’ নামের একটি ফিশিং বোট চট্টগ্রামের আকমল আলী ঘাট থেকে সাগরে মাছ ধরতে যায়। সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। ২১ আগস্ট বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, জেলেরা উদ্ধারের জন্য সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনে যোগাযোগ করে।”

কোস্টগার্ড জানায়, নিয়মিত টহল জাহাজ ‘অপূর্ব বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে সকাল ৯টায় সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। জেলেরা সাগরে তাদের সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি। উত্তাল সাগরে টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপজ্জনকভাবে ভাসতে থাকা বোটটিকে দুপুর ১২টার দিকে ১৩ জেলেসহ সাঙ্গু গ্যাসফিল্ড থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে অক্ষত অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার করা জেলেদের সকলেই নোয়াখালী জেলার বাসিন্দা। উদ্ধারের পর তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়।পতেঙ্গার কোস্টগার্ড বার্থ থেকে বোট ও জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

XS
SM
MD
LG