এই সংলাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বেসামরিক নাগরিক অংশ নেবেন বলে জানান যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার। তিনি বলেন, “তারা সামরিক শিক্ষা, প্রতিরক্ষা নিবন্ধ এবং আগামী বছরের দুর্যোগ মোকাবেলা অনুশীলন এবং বিনিময়সহ আসন্ন সামরিক মহড়া নিয়ে আলোচনা করবেন।”
ব্রায়ান শিলার বলেন, “এই সংলাপ, দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক প্রতিষ্ঠায় একটি বিস্তৃত যোগাযোগের অংশ। এর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অনেক দিক রয়েছে।”
উল্লেখ্য, ২০১২ সালে যৌথ ঘোষণার মধ্য দিয়ে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ শুরু হয়। এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পর্যায়ক্রমে সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২২ সালের ১৭-১৮ মে হাওয়াইয়ের হনলুলুতে ৯ম প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য ছিলো, কৌশলগত সংলাপের পরিপূরক হিসেবে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনার ক্ষেত্র প্রসারিত করা।